1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছত্তিশগড় ভোট পর্ব

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১২ নভেম্বর ২০১৩

মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের প্রথম দফার ভোট পর্বে মাওবাদী প্রভাবিত এলাকাগুলিকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার জালে৷ মোতায়েন করা হয়েছে প্রায় এক লাখ নিরাপত্তা কর্মী৷ মাওবাদীরা ভোট বয়কটের ডাক দেয়া সত্ত্বেও ভোট পড়ে ৫০ শতাংশ৷

https://p.dw.com/p/1AFXM
Members of a special group of Andhra Pradesh state police patrol to ensure the area around the ashram of revered Hindu holy man Sathya Sai Baba is clear of Maoist rebels, in Puttaparti, about 450 kilometers (281 miles) from Hyderabad, India, Saturday, April 23, 2011. Sai Baba, 85, was hospitalized in Puttaparti on March 28, 2011 and put on breathing support following lung and chest congestion. A hospital statement on Saturday said he continues to be in very critical condition. (ddp images/AP Photo/Aijaz Rahi)
ছবি: AP

ভারতের সব থেকে বেশি মাওবাদী প্রভাবিত ২৬টি জেলার মধ্যে ছত্তিশগড়ে আছে ৮টি জেলা৷ ছত্তিশগড় রাজ্যে প্রথম দফায় যে ১৮টি আসনে ভোট নেয়া হয়, তার মধ্যেই পড়ে বস্তার, দান্তেওয়াড় ও রাজনন্দনগাঁও৷ ১৮টি কেন্দ্রকে নিরাপত্তার জালে মুড়ে ফেলা হলেও ভোটারদের মন থেকে ভয় দূর হয়নি৷ কারণ, সেখানে এমন অনেক এলাকা আছে যেখানকার লোকেরা গত দশ বছর মাওবাদীদের ভয়ে ভোট দেননি৷ ভোট কাকে বলে তাঁরা সেটা জানেনও না৷ এবারের ভোটে মাওবাদীদের সহিংসতা দমন প্রধান নির্বাচনি ইস্যু৷ শুধু শাসক দল বিজেপির নয়, কেন্দ্রের কংগ্রেস সরকারেরও৷ এবারের ভোট পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং ভোটের হার যাতে বাড়ে তার জন্য বিশেষ প্রচার চালায় প্রশাসন৷

মাওবাদীরা ভোট বয়কটের ফতোয়া দেয়া সত্ত্বেও প্রাথমিক হিসেবে ভোটের হার ৫০ শতাংশের মতো৷ ভোটগ্রহণ কেন্দ্রে বিস্ফোরণের হুমকি দেয় মাওবাদীরা৷ গণতন্ত্র প্রক্রিয়াকে বানচাল করতে বেশ কয়েকটি ছোট মাপের বিস্ফোরণ ঘটায়৷ তবে এবার রাজ্যের মাওবাদী এলাকাগুলির ভোটাররা সেই হুমকিকে তেমন আমল দেয়নি বলেই মনে হচ্ছে৷ মাওবাদীদের ছত্রছায়ায় থাকলে তাঁদের অবস্থা আরো খারাপ হবে ধরে নিয়ে তাই তাঁরা আগেকার ধারণা বদলেছে, এমনটাই ইঙ্গিত৷

Paramilitary soldiers patrol at Pirakata, in west Midnapore, about 145 kilometers (91 miles) west of Calcutta, India, Thursday, June 18, 2009. Authorities sent hundreds of soldiers Thursday to a remote area of eastern India where Maoist rebels captured more than a dozen villages, killed political rivals and burned police stations and government offices, police said. Police said troops sent had met resistance, mainly from the local population who had felled trees to block roads leading to the area, in support of the Maoists. The rebels, who say they are inspired by Chinese revolutionary leader Mao Zedong, have been fighting for more than three decades in several Indian states, demanding land and jobs for agricultural laborers and the poor. (AP Photo/Sucheta Das)
ভারতের মাওবাদীরা...ছবি: AP

নিরাপত্তা বাহিনী ৯০টি অভিযান চালিয়ে ২৬০ কিলো বিস্ফোরক উদ্ধার করে, তার মধ্যে ১০ কিলো পাইপ বোমা আছে৷ গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন ৪৬ জন মাওবাদীকে৷ ভোট কেন্দ্রগুলিতে যাতায়াতের রাস্তায় মাইন পোঁতা আছে কিনা – তা খুঁজে দেখতে বিশেষ অভিযান চালানো হয়৷ পুলিশ কর্মীরা ১৭-১৮টি কম শক্তিশালী বোমা উদ্ধার করে৷ মাওবাদী হামলায় একজন নিরাপত্তা কর্মী নিহত হন এবং আহত তিনজন৷ গোয়েন্দা সূত্রে জানা গেছে, মাওবাদীদের হাতে মজুদ আছে বিশ হাজার কিলোর মতো বিস্ফোরক৷

গোয়েন্দা সূত্রেই বলা হয় যে, তারা মহিলাদের প্রথমে পাঠায় নিরাপত্তা কর্মীদের গতিবিধির দিকে নজর রাখার জন্য৷ তারপর মাওবাদী ক্যাডাররা ভোটার সেজে পোলিং বুথে ঢুকে বিস্ফোরণ ঘটায়৷ প্রশাসন মাওবাদীদের গতিবিধির দিকে নজর রাখতে বিমান বাহিনীর হেলিকপ্টার ছাড়াও তৈরি রাখা হয় বিমান অ্যাম্বুলেন্স৷ দুর্গম প্রত্যন্ত মাওবাদী এলাকাগুলিতে ভোটের উপকরণ, ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং ভোটকর্মীদের নিয়ে যাওয়া হয় হেলিকপ্টার৷ মাওবাদীরা টেলিফোন টাওয়ার যাতে উড়িয়ে দিতে না পারে, তার জন্য আধা-সামরিক বাহিনীর ট্রাকে যোগাযোগ টাওয়ার বসানো হয়৷

A man rides past a road blockade set up by supporters of Maoist rebels at Lalgarh, in west Midnapore, about 175 kilometers (109 miles) west from Calcutta, India, Wednesday, June 17, 2009. Authorities sent hundreds of soldiers Thursday to a remote area of eastern India where Maoist rebels captured more than a dozen villages, killed political rivals and burned police stations and government offices, police said. Police said troops sent had met resistance, mainly from the local population who had felled trees to block roads leading to the area, in support of the Maoists. The rebels, who say they are inspired by Chinese revolutionary leader Mao Zedong, have been fighting for more than three decades in several Indian states, demanding land and jobs for agricultural laborers and the poor. (AP Photo/Sucheta Das)
মাওবাদীদের দখলকৃত একটি এলাকা...ছবি: AP

প্রথম দফায় ভোটারদের মোট সংখ্যা ২৯ লাখ ৩৩ হাজার৷ প্রধান প্রতিদ্বন্দ্বী দল হলো শাসকদল বিজেপি এবং কংগ্রেস৷ তৃতীয় শক্তি হিসেবে উঠে এসেছে মাওবাদী কমিউনিস্ট সিপিএম (এমএল), যারা নির্বাচিত সরকারকে হিংসার পথে উচ্ছেদ করে নিজেদের শাসন কায়েম করতে চায়৷ প্রথম দফায় যে ১৮টি আসনে ভোট হয়, যেটা ছত্তিশগড় রাজ্যের পিছিয়ে পড়া এলাকা৷ অনুন্নয়ন, দারিদ্র্য, অপুষ্টি, শিক্ষার অভাব ঐ সব জনজাতি-প্রধান এলাকার মানুষদের নিত্যসঙ্গী৷ এই প্রথমবার ছত্তিশগড়ের ভোটাররা ভোট না দেবার অধিকার ‘নোটা' প্রয়োগ করার সুযোগ পান৷ ভারতের শীর্ষ আদালতের ঐতিহাসিক রায় কার্যকর করার জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনে‘নোটা' লেখা একটি বিশেষ বোতাম রাখা হয়েছিল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য