1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগ

১৬ ডিসেম্বর ২০১৩

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ড্র সোমবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়৷ এবারই প্রথম চারটি জার্মান দল শেষ ১৬তে পৌঁছায় উচ্ছ্বসিত জার্মান ফুটবল সমর্থকরা৷

https://p.dw.com/p/1AZjA
UEFA Champions League Logo

জার্মান পত্রিকা বিল্ড লিখেছে, ‘‘সব জার্মান ক্লাব শেষ ১৬ তে৷ এর আগে আর কখনোই এমনটা হয়নি৷ ঐতিহাসিক এই ঘটনাকে আমাদের উদযাপন করা উচিত৷'' এর আগে তিনবার একসাথে তিনটি জার্মান দল খেলার সুযোগ পেয়েছিল৷ ডর্টমুন্ড, শালকে এবং বায়ার্ন ১৯৯৭-৯৮, ২০০৪-০৫ এবং ২০১২-১৩ সালে৷ ১৯৯২ সালে চ্যাম্পিয়নস লিগ শুরুর পর এই প্রথম চারটি জার্মান দল নকআউট পর্বে খেলার সুযোগ পেল৷ অন্য তিনটি দলের সাথে এবার সুযোগ পেয়েছে বায়ার লেভারকুজেন

ড্র এর মাধ্যমে প্রথম পর্বের আটটি গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া দলগুলোর একটির সঙ্গে গ্রুপের রানার আপ দলগুলোর একটিকে বেছে নেয়া হবে৷ তবে একই দেশ থেকে যেন দুটো দল একসঙ্গে না পড়ে সেটাও দেখা হবে৷

গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দলগুলো হচ্ছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, বায়ার্ন মিউনিখ, বোরুসিয়া ডর্টমুন্ড, অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড৷ আর রানার আপ দলগুলো হলো আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, লেভারকুজেন, গালাতাসারাই, অলিম্পিয়াকোস, শালকে, এসি মিলান এবং জেনিথ সেন্ট পিটার্সবার্গ৷

নকআউটে চেলসি যেন তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের মুখোমুখি হতে পারে সেটা চাইছেন চেলসির কোচ মুরিনিও৷ এমনটা হলে চেলসির সাবেক তারকা ফুটবলার ও বর্তমানে গালাতাসারাইয়ের খেলোয়াড় দিদিয়ের দ্রগবার পক্ষে চেলসির মাঠে ফেরা সম্ভব হবে৷ উল্লেখ্য, ২০১২ সালে চেলসি যে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল তাতে আইভরি কোস্টের ফুটবলার দ্রগবার বড় অবদান ছিল৷

এপিবি/জেডএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য