1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যানেল সেট ম্যাক্স ও ইউটিউবে আইপিএল

১৩ মার্চ ২০১০

ভারতে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ৷ আর তা সরাসরি সম্প্রচারিত হচ্ছে সেট ম্যাক্স টিভি চ্যানেল এবং ইন্টারনেটে ইউটিউবের মাধ্যমে৷

https://p.dw.com/p/MRwr
এবার ইউটিউব’এও দেখা যাবে আইপিএল’এর খেলা

২০১০ সালের তৃতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বলিউড সিনে জগতের সব ঝলমলে তারকারা৷ যেমন-অভিনেত্রী দিপীকা পাড়ুকোন এবং আব্বা রিভাইভাল, লিওনেল রিচী, ইউবি২০'এর আলি ক্যাম্পবেল, বিজর্ণের মত নামিদামি আর্ন্তজাতিক তারকারা৷

এবারকার আইপিএল'এর উদ্বোধনী অনুষ্ঠানের সব দায়িত্ব ডিএনএ এন্টারটেইনম্যান্ট নেটওর্য়াকস নামের প্রতিষ্ঠানটির ওপর৷ শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা ৬ টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়৷ আর তা সরাসরি সম্প্রচার করা হয় সেট ম্যাক্স, প্রিমিয়ার এন্টারটেইনম্যান্ট এবং হিন্দি মুভি চ্যানেলে৷ আর এই সরাসরি সম্প্রচার ইউটিউব'এর মাধ্যমে পৃথিবির সব জাগায় দেখা যাচ্ছে৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : দেবারতি গুহ