1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চোট পেয়ে জার্মান দল থেকে বাদ পড়লেন হেইকো

৩১ মে ২০১০

জার্মানির জাতীয় ফুটবল দলের আরও এক খেলোয়াড় দল থেকে বাদ পড়লেন৷ পায়ের পাতায় চোট পেয়ে বিশ্বকাপে খেলা অসম্ভব হয়ে গেল নির্ভরযোগ্য ডিফেন্ডার হেইকো ভেস্টারমানের৷

https://p.dw.com/p/NdNW
হেইকো ভেস্টারমানছবি: picture-alliance / Sven Simon

এক দুই তিন করে শেষ পর্যন্ত সংখ্যাটা দাঁড়াল পাঁচে৷ শুরু হয়েছিল ক্যাপ্টেন মিশায়েল বালাককে দিয়ে৷ রবিবার হাঙ্গেরির সঙ্গে খেলায় জার্মানি ৩-০ জিতল ঠিকই কিন্তু দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার এবং মাঝমাঠের প্রয়োজনীয় খেলোয়াড় হেইকো ভেস্টারমানের পায়ের পাতার একটি হাড় ভেঙেছে এই খেলাতেই৷ ফলে বিশ্বকাপ দলের আরও একটি প্রয়োজনীয় নাম বাদ গেল জার্মানির জাতীয় দল থেকে৷

বালাক আর ট্রায়েশ দল থেকে চোটের কারণে বাদ যাওয়ার পর হেইকো ভেস্টারমানের ওপর অনেকটাই নির্ভর করছিল জার্মান দল৷ বিশেষ করে কোচ ইউয়াখিম লোয়েভ আগেই বলেছিলেন বালাক বা ট্রায়েশের অভাবটা ভালোই মেটাতে পারবেন হেইকো ভেস্টারমান৷ কোচ লোয়েভ রবিবার রাতে হাঙ্গেরির সঙ্গে খেলায় জার্মানির ৩-০ ফলাফল নিয়ে যতটা না উল্লসিত, তার চেয়েও অনেক বেশি চিন্তিত হেইকোর চোট নিয়ে৷ বলেছেন, হেইকো একজন বিভিন্ন পরিস্থিতি সামলে দেওয়ার মত নির্ভরযোগ্য খেলোয়াড়৷ বিশ্বকাপের প্রস্তুতিপর্বে দেখা গেছে হেইকো দুরন্ত ফিট ছিলেন৷ তাছাড়া, মাঝমাঠ সামলানো ছাড়াও প্রয়োজনমাফিক জোরালো হেড থেকে গোল করার কাজও বহুবার দলের জন্য করেছে এই ২৪ বছরের খেলোয়াড়টি৷

কিন্তু রবিবার হেইকোর চোট আবারও দুঃসংবাদ আর দুশ্চিন্তা ডেকে আনল জার্মানির জন্য৷ আপাতত যেরকম পরিস্থিতি তাতে বিশ্বকাপের জন্য আগামীকাল মঙ্গলবার যে ২৪ জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ লোয়েভ, সেই তালিকায় সম্ভবত ২৩ জনের নামই থাকবে শেষাবধি৷ চোট আঘাতের ফাঁদে জর্জরিত আরও কয়েকজনের নামও বাদ যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে৷ তাঁরা হলেন, ডিফেন্সের আন্ড্রিয়াস বেক আর ফরোয়ার্ড স্টেফান কিসলিং৷

প্রতিবেদন :সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই