1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চোট পেলেন সুইস গোলরক্ষক, আবহাওয়াটা থাকবে ভালোই

১০ জুন ২০১০

চোট আঘাত আবারও শিরোনামে৷ বুধবার অনুশীলনে নেমে পায়ে চোট পেলেন সুইস গোলকিপার অ্যালেক্স ফ্রাই৷ ওদিকে, আবহাওয়ার পূর্বাভাষ জানাচ্ছে, দারুণ আবহাওয়া পাবে এই বিশ্বকাপ৷

https://p.dw.com/p/NmZN

বিশ্বকাপ জ্বরের পারদ চরমে৷ এরই মধ্যে আবার চোট আঘাতের দুঃসংবাদ৷ সুইজারল্যান্ড দলের এক নম্বর গোলকিপার অ্যালেক্স ফ্রাইয়ের ডান পায়ের গোড়ালি জখম হয়ে গেল বুধবার৷ অনুশীলন চলার সময় দলের আর এক খেলোয়াড় স্টিভ বেরগেনকে ট্যাকল করতে গিয়ে চোট পান ফ্রাই৷ মাঠেই মিনিট পাঁচেক শুয়ে থাকার পর অবস্থা বেগতিক বুঝে তাঁকে হাসপাতালে নেওয়া হয়৷ এখনও জানা যায় নি হাড় ভেঙেছে কিনা৷ তবে আপাতত কয়েকদিন খেলার সম্ভাবনা কমই৷ কোচ ওটমার হিটজফ্রিড সুইস সংবাদসংস্থা এটিএসকে জানিয়েছেন, প্রথম কয়েকটা খেলায় নামানো যাবে না ফ্রাইকে৷ কোচের আশা হয়তো বা হাড় ভাঙে নি বা লিগামেন্টে চোট পান নি ফ্রাই৷ তেমন কিছু হলে গোটা বিশ্বকাপেই আর সুইস দুর্গ রক্ষা করতে তেকাঠির নিচে দাঁড়াতে পারবেন না এক নম্বর গোলকিপার৷

ওদিকে আবহাওয়ার পূর্বাভাষ কিন্তু বেশ সুসংবাদ শোনাল বিশ্বকাপের খেলোয়াড় আর ফুটবল ফ্যানেদের জন্য৷ দক্ষিণ আফ্রিকার যে অঞ্চল জুড়ে খেলা হবে, সেই পুরো এলাকাতেই আবহাওয়া থাকবে শুকনো, বৃষ্টিপাতের কোন সম্ভাবনা তেমন নেই৷ তাপমাত্রাও থাকবে গড়ে ১৪ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে৷ অর্থাৎ, ফুটবল খেলার জন্য এক্কেবারে যাকে বলে আদর্শ এবং অনুকূল পরিবেশেই খেলতে পারবেন খেলোয়াড়রা৷ সহজে ক্লান্ত হবেন না তাঁরা৷ গ্যালারিতে বসা দর্শকদের জন্যও সেটা সুসংবাদই৷ কারণ, প্রিয় দলের জন্য চেঁচামেচি করে সমর্থন জানাতেও তো কম এনার্জি খরচ হয় না! আবহাওয়া ভালো থাকলে সে কাজটাও মন দিয়েই করা যাবে৷ সহজে ক্লান্তি আসবে না কারওরই৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : জাহিদুল হক