চোখের জলে বিদায় জানালাম | পাঠক ভাবনা | DW | 02.11.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

চোখের জলে বিদায় জানালাম

বাংলায় একটি প্রবাদ আছে, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেনা ডয়চে ভেলের ক্ষেত্রে এই প্রবাদটি ঠিক এই রকম, শ্রোতা থাকতে শ্রোতার মর্ম বোঝেনা৷

কোন জনমত জরিপের ভিত্তিতে ডয়চে ভেলের জনপ্রিয় শর্টওয়েভ প্রচার বন্ধ করছে৷ কে জনমত জরিপ করলো আর কিভাবে করলো তাই এখন প্রশ্নবিদ্ধ! শ্রোতারা যদি জনমত জরিপে শর্টওয়েভ প্রচার বন্ধ করার কথা বলতো তাহলে এতো শ্রোতা আপনাদেরকে শর্টওয়েভ প্রচার চালু রাখার জন্য অনুরোধ করত না৷ ডয়চে ভেলের শর্টওয়েভ প্রচার বন্ধ করা যে একটি আত্নঘাতী সিদ্ধান্ত, একথা প্রমাণ হওয়া সময়ের ব্যাপার মাত্র৷ যখন ডয়চে ভেলে বুঝবে যে শর্টওয়েভ প্রচার বন্ধ করা আত্নঘাতী সিদ্ধান্ত ছিল তখন আর সময় থাকবেনা৷ মাহফুজ, ঝাকুনীপাড়া, কুমিল্লা,বাংলাদেশ৷

আজ শনিবার সকালের শর্টওয়েভের অনুষ্ঠানটি হয়তো শেষ শর্টওয়েভ অনুষ্ঠান৷ এই শেষ অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শুনলাম এবং চোখের জলে বিদায় জানালাম ৩৫ বছরের এই সঙ্গীকে৷ কানন রানী টিকাদার, শম্পা রানী বালা, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

আমাদের দীর্ঘদিনের সাথি ডয়চে ভেলেকে চোখের জলে বিদায় জানানো ছাড়া আর কিছু থাকলোনা৷ তপতী সরকার, বর্ধমান, ভারত৷

আপনাদের শেষ শর্টওয়েভ অনুষ্ঠান শুনছি এখন, মনটা এতো খারাপ যে তা লিখে বা বলে বোঝানো সম্ভব নয়৷ আগামীকাল ঘড়িতে যখন সাড়ে সাতটা বাজবে তখন আমরা মনটাকে কিভাবে সামলাবো জানিনা৷ যদিও মাঝে মাঝে ইন্টারনেটে অনুষ্ঠান শুনবো এবং ওয়েবসাইট দেখবো কিন্তু জানিনা তাতে কতটা প্রাণ পাবো৷ রতন কুমার পাল. দক্ষিণ দিনাজপুর, ভারত৷

প্রীতি ও শুভেচ্ছা রইলো৷ সকালের অধিবেশন কি মিডিয়াম ওয়েভে শোনা যাবে ? মিডিয়াম ওয়েভে শ্রবণমান উন্নত করার দাবি রইলো৷ ব্রিজিত কুমার সিনহা, কাঞ্চনপুর, কাচার, আসাম, ভারত৷

এই মাত্র শেষ হলো আজ থেকে শর্টওয়েভে অনুষ্ঠান সম্পর্চার৷ অনেক শ্রোতা আর শুনতে পাবেনা প্রিয় ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান৷ বিশেষ ধাঁধা বিজয়ীকে মোটর বাইক না দিয়ে ঐ টাকা দিয়ে যেকটা ল্যাপটপ কম্পিউটার পাওয়া যায় তা বিজয়ীদের দিলে ডয়চে ভেলের ওয়েবসাইট দেখতে পারবে ও অনুষ্ঠান শুনতেও পারবে৷ শর্টওয়েভ বন্ধ হওয়াতে ল্যাপটপ আমাদের অনেক উপকারে আসবে৷ মোটর বাইক দিলে একজন পাবে আর ল্যাপটপ দিলে ৫ /৬ জনকে দেওয়া যাবে৷ ল্যাপটপ এর মাধ্যমে আমরা ওয়েভসাইট দেখতে পাবো আবার অনুষ্ঠান শুনতেও পাবো যা আমাদের খুবই উপকারে আসবে,ভেবে দেখবেন৷ দেওয়ান রফিকুল ইসলাম রানা, পাটালীর মোর, নওগাঁ, বাংলাদেশ৷

শর্টওয়েভে অনুষ্ঠান বন্ধ হওয়া নিয়ে ওয়েবসাইটে অনেকের মনের কথা জানলাম ৷ আমিও দীর্ঘ দিনের শ্রোতা৷ নিজেকে পরিস্থিতির সাথে চলতে ডয়চেভেলের সিদ্ধান্ত সঠিক৷ আশরাফুল ইসলাম, নাক্সীমহল্লা,পান্ডুয়া, হুগলী,ভারত৷

মিডিয়াম ওয়েভ বা এফএম কোনটাই ধরতে না পেরে অনুষ্ঠান শুনতে ব্যর্থ হলাম৷ আমার ইন্টারনেটের সুযোগ সুবিধা নেই৷ আমি অত্যন্ত দুঃখিত এমনটা ঘটার জন্য৷ ফুলেশ্বর বর্মন, পঞ্চগড়, দেবিগঞ্জ, বাংলাদেশ৷

ডয়চে ভেলে পরিবারকে জানাই হৈমন্তী শুভেচ্ছা৷ আশা করি আপনারা ভালো আছেন৷ রংপুর ও রাজশাহীর উত্তর অঞ্চলের ১০টি জেলা থেকে শর্টওয়েভের চেয়ে এফএম অনুষ্ঠান ভালো শোনা যায়৷ মোঃ নাজমুল শাহ, গাইবান্ধা, বাংলাদেশ৷

আমি পঁয়ত্রিশ বছর যাবত ডয়চে ভেলে বাংলা বিভাগের অনুষ্ঠানমালা নিয়মিত শর্ট ওয়েভে শুনে আসছিলাম৷ ডয়চে ভেলের নীতি নির্ধারকদের ভুল ও অযৌক্তিক সিদ্ধান্তে আমার প্রিয় শর্টওয়েভ মাধ্যমটি ৩০ নভেম্বর থেকে বন্ধ হয়ে গেল৷ সেই সঙ্গে ভেঙে গেল সাজানো গোছানো একটি সুন্দর পরিবার৷ ছিটকে পড়লো হাজার হাজার শ্রোতা বন্ধু৷ শর্টওয়েভকে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় দিচ্ছি, ‘যেতে নাহি দিব, তবু যেতে দিতে হয়’ আপনাদেরই অতি পুরনো শ্রোতাবন্ধু মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, খাদিমপুর বাজার, কুষ্টিয়া, বাংলাদেশ৷

রেডিও ডয়চে ভেলে কেমন আছ? আর মাত্র দেড় দিন, তিনটি সভা আর তারপরই তুমি আমাদের কাছ থেকে শর্ট ওয়েভে বিদায় নিচ্ছ৷ ভেবে মনটা জানি কেমন করছে!! এবিষয়ে আগেও অনেক মেইল পাঠিয়েছি, করেছি অনেক অভিযোগ আর অনুযোগ, তুমি তো উত্তর দিলে না৷ হয়তোবা আমারই মত তোমার মনও  খারাপ  আজ এই বিদায় লগনে আর সেটাই স্বাভাবিক৷ যাই হোক মন খারাপ লাগলেও তুমি তো আর কিছু করতে পারবে না, তোমায় যে যেতেই হবে, প্রার্থনা করছি তুমি ভালো থাকবে আর একদিন আবারও  শর্টওয়েভ মারফত তুমি আমার কাছে ফিরে আসবে৷ আমি এই আশায় রইলাম.......

তবে আগামী কাল তোমায় চিরস্মরণীয় করে রাখতে আমরা করেছি এক বিশেষ আয়োজন৷ ২০০৩ সালে তোমা থেকে শ্রোতা সংঘ সম্পর্কে প্রথম  জানতে পেরেছিলাম আর তারপরই গঠন করেছিলাম ব্রাদার্স রেডিও লিসনার্স ক্লাব৷ আজ আর কর্মমূখর নেই সেই ক্লাব নানা কারণে৷ তবুও এই ক্লাবের সৃষ্টির মূল কারণ রেডিও ডয়চে ভেলে বাংলা বিভাগকে  শর্টওয়েভ থেকে সুন্দর এক বিদায় জানানোর জন্য আমরা কয়েকজন পুরনো ক্লাব বন্ধু কাল রাতে একসাথে তোমার অনুষ্ঠান শুনবো আর রেকর্ড  করে রাখবো ঐতিহাসিক শেষ কথাটুকু৷ পৃথ্বীরাজ পুরকায়স্থ, পুব বঙ্গল পুখুরি, জরহাট, আসাম, ভারত৷