1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘চোকার এখন টিম ইন্ডিয়া’

১৩ মার্চ ২০১১

নাগপুরে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়ে প্রচণ্ড তোপের মুখে পড়েছে বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দেশ ভারত৷ অপরদিকে, কোয়ার্টার ফাইনালের স্বপ্নে বিভোর নিউজিল্যান্ড এবং বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া৷

https://p.dw.com/p/10YNI
ছবি: AP

শনিবারের ম্যাচে হেরে যাবার পর পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ বি'তে এখনও শীর্ষস্থানে রয়েছে ভারত৷ তবে ম্যাচে হেরে যাবার পর সমর্থকদের মন খারাপ হলেও, অতটা মন খারাপের মতো মনে হয় অবস্থা সৃষ্টি হয়নি ভারতের৷ এর মানে এই যে গতকালকের ফলাফল ভারতের কোয়ার্টার ফাইনালের পথে খুব একটা বাধার সৃষ্টি হয়ত করবে না৷ কিন্তু ১ উইকেটে ২৬৭ রান করার পরে একটি দল কীভাবে ২৯৬ রানে অল আউট হয় তা কারো কাছে বোধগম্য হচ্ছে না- জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো৷ দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে ভারতের এই পরাজয় নিয়ে নানা মুখরোচক ও কটাক্ষ করে হেডলাইন করা হয়েছে৷ দ্য মেইল টুডেতে লেখা হয়েছে, ‘চোকস অন টিম ইন্ডিয়া৷' দ্য হিন্দুস্থান টাইমসের প্রথম পাতায়ও প্রায় একই ধরনের প্রধান শিরোনাম করা হয়েছে৷

বড় বড় টুর্নামেন্টে চাপের মুখে প্রায় সময়ই নতি স্বীকার করায় ‘চোকার্স' উপাধিটি সাধারণত দক্ষিণ আফ্রিকা দলের জন্য সংরক্ষিত থাকে৷ বিশেষ করে এবারের আসরে গত সপ্তাহে চেন্নাইতে ইংল্যান্ডের বিপক্ষে স্বল্প স্কোরিং ম্যাচে পরাজয়ে তাদের এই উপাধিটি আরও যেন পোক্ত হয়৷

যা হোক, শনিবার ম্যাচ সেরা ডেল স্টেইনের ৫০ রানে ৫ উইকেট প্রাপ্তিই মূলত দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফিরিয়ে এনেছিল৷ ওয়ানডেতে স্টেইনের প্রথম ৫ উইকেট দখলের সুবাদে দক্ষিণ আফ্রিকা ভারতীয় ব্যাটসম্যানদের বিপদজনক হয়ে উঠার আগেই থামিয়ে দেয়৷

এদিকে শেষ ওভারে নেহরাকে বোলিংয়ের দায়িত্ব দেয়াটাকে সঠিক সিদ্ধান্ত বলেই মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি৷ ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘সব মিলিয়ে আমি মনে করি ম্যাচে আমাদের পারফরমেন্স ভালই ছিল৷ তবে ফিল্ডিংটা আরো একটু ভাল করতে পারলে সেটা ম্যাচে কাজে আসত৷ কিন্তু একইভাবে আমাদের একথাও মেনে নিতে হবে যে আমরা সে ধরনের দল নই যাদের ফিল্ডিং খুব ভাল৷'

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই