1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চেন্নাইতে তামিলদের বাধার মুখে ‘কাইটস’

৪ জুন ২০১০

আবারও রাজনীতির প্যাচে পড়লো বলিউড৷ এবার তামিল জনগোষ্ঠীর প্রতিবাদের মুখে চেন্নাইয়ের কয়েকটি সিনেমা হলে বন্ধ হয়ে গেল ঋত্মিক রোশানের ‘কাইটস’ ছবির প্রচার৷

https://p.dw.com/p/Nhxl
‘কাইটস’ ছবির পোস্টারের সামনে নায়িকা বারবারা মোরিছবি: AP

ঝামেলা আসলে বেধেছে কলম্বোয় অনুষ্ঠিত ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র অ্যাকাডেমি বা আইআইএফএ অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে৷ এবারের অনুষ্ঠানের বিরোধীতা করে আসছে ভারতের তামিল জনগোষ্ঠী৷ তামিল টাইগারদের বিরুদ্ধে যুদ্ধে শ্রীলংকার সেনাবাহিনীর নির্মমতার প্রতিবাদের তারা এবার এই অনুষ্ঠান বয়কটের আহ্বান জানায়৷ কিন্তু সে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলিউড তারকা ঋত্মিক রোশান৷ তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে চেন্নাইয়ে তামিলদের একটি গোষ্ঠী প্রতিবাদ জানিয়ে আসছিল৷ তাদের প্রতিবাদের মুখে ঋত্মিকের কাইটস ছবির প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেয় কয়েকটি সিনেমা হল৷ এই নিয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি ঋত্মিকের কাছ থেকে৷ কয়েকদিন আগে শাহরুখ খানের মাই নেম ইজ খান ছবি নিয়েও একই ধরনের পরিস্থিতি তৈরি করেছিল শিব সেনারা৷

কলম্বোয় অনুষ্ঠিত এবারের আইআইএফএ অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে যে ঝামেলা হবে সেটা বোঝা যাচ্ছিল বেশ কয়েকদিন আগে থেকেই৷ সাউথ ইন্ডিয়ান ফিল্ম চেম্বার অব কমার্স জানিয়ে দিয়েছে যেসব বলিউড তারকা এবারের অনুষ্ঠানে যোগ দেবেন তাদের নিষিদ্ধ করা হবে৷ গত মাসে তামিলদের একটি দল বলিউড তারকা অমিতভা বচ্চনের বাড়ি পর্যন্ত মিছিল করে কলম্বো অনুষ্ঠানে যোগ না দেওয়ার জন্য৷ ক্রমাগত চাপের মুখে এবার পুরো বচ্চন পরিবারই এই অনুষ্ঠান যাওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে৷ আরও যাচ্ছেন না বলিউডের কিং খান মানে শাহরুখ খান৷ ব্যস্ত থাকার অজুহাত দিয়ে আগেই তিনি জানিয়ে দিয়েছেন যে এবার কলম্বো মিস করছেন তিনি৷ তবে তামিলদের বিরোধীতা সত্বেও সেখানে ঋত্মিক রোশান ছাড়া যোগ দিয়েছেন সালমান খান, বিপাশা বসু সহ আরও বেশ কিছু বলিউড তারকা৷ কিন্তু বলিউড তারকাদের এভাবে যাওয়া না যাওয়ার মধ্য দিয়ে এবারের আইআইএফএ অ্যাওয়ার্ড তার ওজ্জল্য অনেকটাই হারিয়েছে তা বলা যায়৷

প্রতিবেদন : রিয়াজুল ইসলাম

সম্পাদনা : দেবারতি গুহ