1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চেনা পরিবেশে ফিরছেন আটকেপড়া খনি শ্রমিকরা

১৩ অক্টোবর ২০১০

উদ্ধার ক্যাপসুল ‘ফিনিক্স’ একে একে তুলে আনছে আটকেপড়া খনি শ্রমিকদের৷ ফ্লোরেন্সিও অ্যাভালোস, মারিও সেপুলভেডা উঠে আসেন শুরুতে৷ প্রায় দশ সপ্তাহ পর ভূপৃষ্ঠের আলো বাতাসে ফিরছেন একের পর এক শ্রমিক৷ এমন দৃশ্য পৃথিবী আগে দেখেনি৷

https://p.dw.com/p/Pd0U
উদ্ধারের পর মুক্ত আকাশের নিচে ফ্লোরেন্সিও অ্যাভালোসছবি: AP

প্রথম জনসহ উপরে যখন উঠে এল ক্যাপসুলটি, তখন অনেকের চোখে ছিল আনন্দের অশ্রু৷ জার্মান সময় তখন সকাল পাঁচটা দশ মিনিট৷ হাসিমুখে ক্যাপসুল থেকে নামলেন ৩১ বছর বয়সি ফ্লোরেন্সিও অ্যাভালোস৷ খুব একটা হৈচৈ উচ্ছ্বাস দেখা যায়নি তাঁর আচরণে৷ বরং শান্তভাবেই চিকিৎসকদের দিকে রওয়ানা হন প্রায় দশ সপ্তাহ পর প্রথম মুক্তি পাওয়া এই খনি শ্রমিক৷

জার্মান সময় সকাল ছয়টা দশ মিনিটে মানে প্রথম জন উদ্ধারের ঠিক এক ঘন্টা পর ভূপৃষ্ঠে উঠে আসেন আটকেপড়া দ্বিতীয় শ্রমিক৷ নাম মারিও সেপুলভেডা, বয়স ৩৯ বছর৷ এই শ্রমিক চেনা পরিবেশে ফিরে এসে আর উচ্ছ্বাস থামিয়ে রাখতে পারেননি৷ একে এক জড়িয়ে ধরেন চিলির প্রেসিডেন্টসহ অন্যদের৷ আনন্দে কয়েকবার লাফিয়ে উঠেছেন শূণ্যে৷ এভাবে একে একে ভূপৃষ্ঠে উঠে আসছেন দিনের পর দিনে মাটির নিচে কোন রকম খেয়ে বাঁচা শ্রমিকরা৷

Chile Minenunglück Rettungsarbeiten Flash-Galerie
ফিনিক্স-এ করে একের পর এক উপরে উঠে আসছেন শ্রমিকরাছবি: AP

চিলির উত্তরাংশে অবস্থিত সান জোসে খনির অভ্যন্তরে দুর্ঘটনায় আটকে পড়েন ৩৩ জন শ্রমিক৷ আগস্টের পাঁচ তারিখ থেকে এই আটকাবস্থায় তাঁরা৷ শুরুতে তারা জীবিত আছেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল৷ সতের দিন পর তাদের সাড়া পাওয়া যায়, শুরু হয় আসল উদ্ধার তৎপরতা৷

মোটেই সহজ ছিলনা সে উদ্ধার কাজ৷ শুরুতে বলা হয় ডিসেম্বরের বড়দিনের আগে বুঝি উদ্ধার পাবেনা শ্রমিকরা৷ কিন্তু তারপরও কাজে লেগে পড়েন বিশেষজ্ঞরা৷ আলাদা আলাদা পরিকল্পনায় তিনটি গর্ত খোঁড়া শুরু হয় শ্রমিকদের তুলে আনতে৷ এদের মধ্যে প্ল্যান বি আগেভাগেই পেয়ে যায় সাফল্য৷

অবশেষে ১৩ই অক্টোবর এলো সেই মাহেন্দ্রক্ষণ৷ জার্মান সময় ভোর পাঁচটা দশ মিনিটে প্রথম খনি শ্রমিক উঠে আসেন মাটির উপরে, পরিবার পরিজনের কাছে৷ বুক ভরে গ্রহণ করেন সুবাতাস৷ তবে চোখে ছিল কালো চশমা৷ সেটা চোখের স্বার্থেই৷

চিলির খনি শ্রমিকদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ১৩ ফুট লম্বা বিশেষ ক্যাপসুল, নাম ফিনিক্স৷ সবকিছু ঠিক থাকলে আগামীকালে মানে বৃহস্পতিবার মধ্যেই শেষ হবে উদ্ধার মিশন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার