1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চূড়ান্ত প্রতিবেদন তৈরির পথে সংবিধান সংশোধনে গঠিত কমিটি

২৮ মে ২০১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং বর্তমান আইন বিবেচনায় নিয়ে রিপোর্ট তৈরি করছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি৷ আজ বিশেষ কমিটির বৈঠক শেষে একথা জানান, বিশেষ কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত৷

https://p.dw.com/p/11Ps1
সুরঞ্জিত সেনগুপ্তছবি: Harun Ur Rashid Swapan

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আইনের বাইরে কোন কিছুই করা হবে না৷ বিশেষ কমিটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিপক্ষে নয়৷ তবে এই ব্যবস্থা অনন্তকাল ধরেও চলতে পারেনা বলে মনে করে কমিটি৷ দেশের সর্বোচ্চ আদালতের রায়েও তা স্পষ্ট৷ রায়কে যেমন বিবেচনায় নিতে হবে তেমনি প্রচলিত আইন এবং রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করা হবে৷ সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচিত সরকার যাতে সাংবিধানিকভাবে আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে তাই নিশ্চিত করা হবে৷

তিনি জানান, সংবিধান সংশোধনের জন্য তারা রিপোর্ট প্রায় চূড়ান্ত করে এনেছেন৷ বিশেষ কমিটি রিপোর্ট চূড়ান্ত করার আগে আবারো প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে৷ তারপর সংসদে রিপোর্ট উত্থাপন করা হবে৷

আজকে কমিটির ২৬তম বৈঠকে বিভিন্নভাবে আসা ৪৮টি সুপারিশমালা উত্থাপন করা হয়৷ সুপ্রিমকোর্টের রায় এবং সংবিধানের অনুচ্ছেদের আলোকে সুপারিশগুলো পর্যালোচনা করা হয় বলে জানান সুরঞ্জিত সেনগুপ্ত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য