1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনের সাংহাই- এ শুরু হচ্ছে ৬ মাসের বিশ্ব মেলা

২৭ এপ্রিল ২০১০

পয়লা মে চীনের সাংহাই মহানগরীতে শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড এক্সপো ২০১০৷ মেলার থিম বিষয় ''উন্নততর নগর, উন্নততর জীবন''৷ আসন্ন সাংহাই বিশ্ব মেলায় এই বিষয়টির ওপরই জোর দেয়া হবে৷

https://p.dw.com/p/N7OX
ছবি: AP

বিশ্বের সবচেয়ে বড় ওয়ার্ল্ড এক্সপো হতে যাচ্ছে সাংহাই-এর এই মেলা৷ আশা করা হচ্ছে, ছয় মাস ব্যাপী এই বিশ্ব মেলা পরিদর্শন করবেন প্রায় ৭ কোটি মানুষ৷

মেলার মুখপাত্র ঝু উই বলেন, পুরো শহরেই দারুণ উদ্যোগ আয়োজন দেখা যাচ্ছে৷ মেলায় প্রতিনিধিত্ব করবে প্রায় ২৫০টি দেশ ও সংস্থা৷ ট্রাফিক, পরিবেশ রক্ষা, জ্বালানি, আবর্জনা এবং ব্যবহৃত পানির মত শহুরে সমস্যাগুলো নিয়ে কাজ করা অথবা মতবিনিময় করার একটি প্লাটফর্ম হতে যাচ্ছে এই বিশ্ব মেলা৷

বিশ্ব মেলা ২০১০ সাংহাই-এর জন্যে অনেক কিছু বয়ে আনবে বলে আশা করা হচ্ছে৷ যেমনটি করেছিল বেইজিং-এ জন্যে ২০০৮-এর অলিম্পিক৷ চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বলেন, তিনি আশা করেন, বিশ্ব মেলা ২০১০ হবে একটি ''চমৎকার এবং মনে রাখার মত'' মেলা, যা পরে নাগরিক জীবনের উন্নয়নে ভূমিকা রাখবে৷ মুখপাত্র ঝু বলেন, মেলা চলাকালে হাউংপু নদী তীরের ৫ কিলোমিটার এলাকায় প্রতিদিন প্রায় চার লাখ মানুষ চলাচল করবে৷ তাদের জন্যে পরিবহন এবং নিরাপত্তার ব্যবস্থা নিয়ে ব্যাবস্থাপকদেরএখনই মাথা ব্যাথা শুরু হয়ে গেছে৷ ঝু এই বন্দর নগরীকে নিরাপদ বলে বিবেচনা করেন৷ তবে তিনি বলেন, সাংহাই-এ কোন বড় ধরনের সন্ত্রাসী হুমকি আমি দেখছি না, তবে এটি সবচেয়ে বড় ওয়ার্ল্ড এক্সপো হতে যাচ্ছে বলে সব ধরনের হুমকির ব্যাপারেই আমাদের প্রস্তুত থাকতে হবে৷ একই সঙ্গে ঝু বলেন, নিরাপত্তা ব্যবস্থা এমন হতে হবে যাতে, দর্শকরা সুখী হন এবং স্বস্তি বোধ করতে পারেন৷ তিনি বলেন, তবে এটি খুব সহজ কাজ নয়৷

এদিকে ব্যবস্থাপকরা বলছেন, এই মেলার জন্যে আট বছর ধরে যে প্রস্তুতি নেয়া হচ্ছিল তা এখন শেষের পথে৷ ওয়ার্ল্ড এক্সপো ২০১০-এর উদ্বোধন হতে যাচ্ছে ৩০ এপ্রিল৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারুক