1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিলির খনি শ্রমিকদের নিয়ে প্রেসিডেন্ট পিনেরার ফুটবল ম্যাচ

২৬ অক্টোবর ২০১০

এটি পেশাদার ফুটবল দলের খেলা নয় বরং ভিন্ন ধরণের ফুটবল ম্যাচ, যেখানে জয় পরাজয়ের চেয়ে মুখ্য মৃত্যুর মুখ থেকে মানুষের বেঁচে ফেরা৷ বলছি চিলির সেসব খনি শ্রমিকের কথা৷ সোমবার তাঁদের নিয়ে ফুটবল ম্যাচ খেললেন চিলির প্রেসিডেন্ট৷

https://p.dw.com/p/Pnup
Chile Bergleute Bergarbeiter Rettung
খনি থেকে শ্রমিকদের উদ্ধারের পর এভাবে জড়িয়ে ধরেন পিনেরাছবি: AP

কিছুদিন আগে চিলির দুর্ঘটনা কবলিত খনি থেকে ৩৩ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়, যারা সেখানে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে আটকা পড়ে ছিলেন৷ চিলির এইসব শ্রমিকরাই কেবল নয়, যারা তাঁদের উদ্ধারে দিনের পর দিন শ্রম দিয়ে গেছেন তাঁরাও আজ গোটা দেশবাসীর কাছে নায়ক বনে গেছেন৷ এই দুই পক্ষের মধ্যে ফুটবল ম্যাচে ছিল খনি শ্রমিক বনাম উদ্ধারকারী দল৷ শ্রমিকদের পরনে ছিল সাদা জার্সি আর উদ্ধারকারীদের পরনে ছিল লাল জার্সি৷ তবে ম্যাচটিতে ৩-২ গোলে হেরে গেছেন খনি শ্রমিকরা৷

trapped miners
যখন খনির ভেতর আটকে ছিলেন শ্রমিকরাছবি: picture-alliance/dpa

ম্যাচের আগে প্রেসিডেন্ট পিনেরা মজা করে বলেছিলেন যে খেলায় যারা জিতবে তারা প্রেসিডেন্ট প্রাসাদে উঠবে, আর যারা হারবে তাদের আবার সেই খনির মধ্যে ফিরে যেতে হবে৷ ম্যাচের শেষে তিনি সেটা মনেও করিয়ে দিয়েছেন৷ তবে জানা গেছে, আপাতত কাউকে খনিতে ফিরতে হচ্ছে না৷

এদিকে দুই দলে ছিলেন ১৬ জন করে খেলোয়াড়, দুই অর্ধে ২০ মিনিট করে মোট ৪০ মিনিটের ম্যাচটিতে প্রথমে ২-০ গোল করে এগিয়ে গিয়েছিল খনি শ্রমিকরাই৷ কিন্তু দীর্ঘদিন খনির ভেতর আটকে থাকায় তাদের শরীরে ছিল ক্লান্তি, তাই কিছুক্ষণ পরেই তাঁরা হাপিয়ে ওঠেন৷ আর দ্বিতীয়ার্ধে উদ্ধারকারী দল সেই সুবিধাটি নিয়ে ম্যাচটি জিতে যায়৷ চিলির প্রেসিডেন্ট পিনেরা নিজে ছিলেন উদ্ধারকারী দলের অধিনায়ক, নিজে একটি গোলও করেছেন৷

তবে এই ম্যাচটিতে যেই জিতুক না কেন, চূড়ান্ত বিজয় কিন্তু চিলির এবং সেদেশের জনগণের৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য