1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিলিতে ভূমিকম্প – গোটা অঞ্চলে সুনামির আশঙ্কা

২৭ ফেব্রুয়ারি ২০১০

চিলির ভয়াবহ ভূমিকম্পের পর প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রা ক্রমশঃ স্পষ্ট হয়ে উঠছে৷ প্রশান্ত মহাসাগর অঞ্চলে সুনামির আশঙ্কায় প্রহর গুনছে অসংখ্য দেশ৷

https://p.dw.com/p/MDz9
ভূমিকম্পের পর সান্তিয়াগোর কাছে এক হাইওয়ের দৃশ্যছবি: AP

চিলির মূল ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৩২৫ কিলোমিটার দূরে৷ স্থানীয় সময় ভোর ৩টা বেজে ৩৪ মিনিটে প্রথম কম্পন অনুভব করা যায়৷ সপ্তাহান্তের শুরুতে অনেকেই তখন নাইট ক্লাবে আনন্দে মেতে ছিলেন৷ বাকিরা ঘুমন্ত অবস্থায় কম্পন টের পান৷ তারপর দ্বিতীয় কম্পন ঘটে, রিশটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৯৷ আরও কিছু বিচ্ছিন্ন কম্পনের খবর পাওয়া যাচ্ছে৷ ফলে সরকার ও প্রশাসন আরও বেশী প্রাণহানির আশঙ্কা করছে৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূরে কনসেপসিয়ন শহরে ১৫ তলার একটি বাড়ি ভেঙে পড়েছে৷ রাস্তাঘাটে ফাটল দেখা দিয়েছে৷ ঐ শহরের জনসংখ্যা প্রায় ৬৭০,০০০৷ অরাজকতার সুযোগ নিয়ে শহরে কিছু মানুষ লুটপাট চালাচ্ছে৷ ঐ এলাকায় বেশ কয়েকটি তামার খনি রয়েছে৷ উল্লেখ্য, চিলি বিশ্বের সবচেয়ে বেশী তামা উৎপাদন করা হয়৷ স্থানীয় টেলিভিশনের পর্দায় চিলির রাজধানী সান্তিয়াগোতে ক্ষয়ক্ষতির ছবি দেখানো হচ্ছে৷ বেশ কিছু ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে৷

Chile Beben Februar 2010
সান্তিয়াগোর বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে জড়ো হয়েছেন৷ছবি: AP

চিলির প্রেসিডেন্ট মিশেল বাচেলেট জানিয়েছেন, শুধুমাত্র ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায়ই কমপক্ষে ১১২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে৷ প্রথম কয়েক ঘণ্টায় তিনি নিজে কন্ট্রোল রুমে বসে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ত্রাণের কাজে সমন্বয় করেছেন৷ তিনি জনসাধারণের উদ্দেশ্যে শান্ত থাকার এবং অরাজকতা এড়াতে অপ্রয়োজনে বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দিয়েছেন৷ এবার তিনি কিছু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছেন৷ গোটা দেশে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় এখনো পর্যন্ত সম্পূর্ণ পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না – বিচ্ছিন্ন তথ্যের ভিত্তিতে শুধু কিছু খণ্ডচিত্র পাওয়া যাচ্ছে৷ গোটা দেশের পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Chile Erdbeben Michelle Bachelet
চিলির প্রেসিডেন্ট মিশেল বাচেলেট দেশে বিপর্যয় পরিস্থিতির ঘোষণা করেছেন৷ছবি: AP

প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র গোটা অঞ্চলের জন্যই সুনামির সতর্কতা জারি করেছে৷ তালকাহুয়ানো শহরে সাড়ে সাত ফুটেরও বেশী উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়েছে৷ দেশের মোট ১১টি উপকূলবর্তী শহরে সুনামির খবর পাওয়া যাচ্ছে৷ হুয়ান ফ্যার্নান্দেজ দ্বিপের উপর ইতিমধ্যেই বিশাল ঢেউ আছড়ে পড়েছে৷ কিছু এলাকায় ৮ ফুট উঁচু ঢেউয়ের খবর পাওয়া গেছে৷ চিলির ইস্টার দ্বিপপুঞ্জের অংশবিশেষের বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ জাপান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া ও প্রশান্ত মহাসাগরের দক্ষিণের দ্বিপরাষ্ট্রগুলিতেও ব্যাপক প্রস্তুতি চলছে৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের জন্য আপাতত কোন সতর্কতা জারি করা হয় নি৷ তবে হাওয়াই দ্বিপপুঞ্জে সুনামির আশঙ্কা রয়েছে৷ সেখানে আগাম সতর্কতা হিসেবে কিছু এলাকা থেকে মানুষজনকে উদ্ধার করা হচ্ছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আরাফাতুল ইসলাম