1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিলিতে আবারো ভূকম্পন, সুনামি সতর্কতা প্রত্যাহার

৪ মার্চ ২০১০

দিন কয়েক আগের বিধ্বংসী ভূমিকম্পের পর চিলিতে বুধবারও ভূকম্পন অনুভূত হয়েছে৷ জারি করা হয় সুনামির সতর্কতা, ইতিমধ্যে তুলেও নেয়া হয়েছে তা৷ তবে, সর্বশেষ ভূকম্পনে প্রাণহানির কোন খবর এখনো পাওয়া যায়নি৷

https://p.dw.com/p/MJ93
ফাইল ফটোছবি: AP

চিলিতে বুধবার আবারো ভূমিকম্প পরবর্তী ভূকম্পন অনুভূত হয়েছে৷ এর মাত্রা ছিল পাঁচ দশমিক নয়৷ কম্পনের পর পরই সুনামির সতর্কতা জারি করা হয় চিলিতে৷ যদিও পরে জানা যায়, সুনামির সতর্কতা ছিল অপ্রয়োজনীয়৷

সুনামি আতঙ্ক

অপ্রয়োজনীয় সুনামি সতর্কতাই জনগণের মধ্যে আতঙ্ক তৈরিতে যথেষ্ট ছিল৷ আর তাই উপকূল থেকে অপেক্ষাকৃত দূরে অবস্থিত চিলির দক্ষিণাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর কনসেপসিয়নের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন৷ নিরাপদ আশ্রয়ের খোঁজে তাঁরা অপেক্ষাকৃত উঁচু অঞ্চলে যাবার চেষ্টা করেন৷ জনমনে আতঙ্ক সৃষ্টি হয় যে, সুনামির ফলে কনেসপসিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া বিও বিও নদীর পানি বেড়ে যেতে পারে৷ যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত সেরকম কিছু ঘটেনি৷

Flash-Galerie Chile Plünderung
ছবি: AP

চলছে ত্রাণ ও পুনর্বাসন

চিলির ভূমিকম্প দুর্গত এলাকাগুলোতে ত্রাণ এবং পুর্নবাসন কার্যক্রম শুরু হয়েছে৷ এগিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক দাতাসংস্থাগুলো৷ দুর্গতরা জানাচ্ছেন সবচেয়ে বেশি প্রয়োজন পানীয় জল আর খাবার৷ এক ভূমিকম্প দুর্গত জানালেন, শিশুদের জন্য দুধ বা তোয়ালে নেই, নেই পানীয় জল৷ এই মুহুর্তে আমাদের সবচেয়ে বেশী প্রয়োজন পানীয় জল এবং খাবার৷ এমন পরিস্থিতিতে আগে কখনো পড়িনি আমরা৷

এদিকে চিলির ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সবচেয়ে বেশী যেটা আলোচিত হচ্ছে তা হলো লুঠতরাজ এবং অরাজকতা৷ দেশটির প্রেসিডেন্ট মিশেল বাশেলেট পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ হাজার সেনা নিয়োগের ঘোষণা দিয়েছেন৷ এসব সেনা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ত্রাণ এবং পুর্নবাসন কার্যক্রমে সহায়তা করবে৷ তবে, এক দোকানদার জানালেন ভিন্ন এক খবর, আমি সঙ্গে অস্ত্র রেখেছি, কারণ ওরা আমার দোকানে আক্রমণের চেষ্টা করে, দিনে অন্তত তিনবার৷

Chile / Erdbeben / Talcahuano
ছবি: AP

নিহতের সংখ্যা ৭৯৯

এখন পর্যন্ত যে হিসেব তাতে দেখা যাচ্ছে, শনিবারের আট দশমিক আট মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা সাত শত নিরানব্বই জন৷ আর ভূমিকম্পে সবচেয়ে বেশী প্রাণহানি ঘটেছে চিলির দক্ষিণের শহর মাওলে-তে, পাঁচশত সাতাশি জন৷ এছাড়া বিও বিও অঞ্চলে নিহত হয়েছেন কমপক্ষে ৯২ জন৷ নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য