1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাকরি পেতে ভ্যান চালাও

৩০ জানুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় ভ্যানে চড়ে ঘুরছেন – এমন একটি ছবি এখন ভাইরাল৷ তবে নতুন খবর, ভ্যানচালক চাকরি পাচ্ছেন৷ ভ্যানটি নাকি রাখা হবে জাদুঘরে৷ কেউ কেউ বলছেন, ‘‘চাকরি যদি চাও/গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্যান চালাতে যাও৷’’

https://p.dw.com/p/2WdiF
স্ক্রিনশট
ছবি: twitter/ProthomAlo

গত শুক্রবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয় ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ও তাঁর স্ত্রী-সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানে চড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘুরে বেড়ানোর ছবি৷ নাতি কোলে প্রধানমন্ত্রীর হাসিমুখে ভ্যানযাত্রী হওয়ার দৃশ্য অনেকেরই মন ছুঁয়ে যায়৷

সবাই তখন প্রধানমন্ত্রীর প্রশংসাই করেছেন৷ ফেসবুকে শিবলি চৌধুরী লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী যে সহজ-সরল জীবনযাপন করতে ভালোবাসেন, এটি তার আরেকটি প্রমাণ৷''

কায়সার রায়ান প্রধানমন্ত্রীর মাঝে এক নিখাদ মমতাময়ীকে দেখে আবেগে ভেসেছেন৷ তিনি লিখেছেন, ‘‘এই হলো আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী৷''

আনিসুর রহমান লিখেছেন, ‘‘আমরা গর্বিত৷''

ছবিটি নিয়ে এমন তোলপাড় শুরুর পর ভ্যানচালক  ইমাম শেখও চলে আসেন সংবাদ শিরোনামে৷ উঠে আসে তাঁর দারিদ্র্যক্লিষ্ট জীবনের কথা৷ এরপর সুখবরও আসে তাঁর জীবনে৷ সংবাদমাধ্যম জানায়, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার বিমান বাহিনীতে চাকরি হবে তাঁর৷ শুধু কি তাই? তাঁর ভ্যানটিও নাকি স্থান পাবে জাতীয় জাদুঘরে!

এরপর কেউ কেউ ইমাম শেখের চাকরি প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করলেও সামাজিক যোগাযোগের মাধ্যমে অধিকাংশ মানুষই চাকরি দেয়ার প্রক্রিয়ার সমালোচনা করেছেন৷

টুইটারে হোসাইন এমরান কটাক্ষ করে লিখেছেন, ‘‘শোন হে তরুণ, চাকরি যদি চাও/গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্যান চালাতে যাও...৷''

হাসান আল মাহমুদ লিখেছেন, ‘‘আজকের ভ্যানচালক আগামী দিনের বিমান চালক, তাই আপনার শিশুকে নিয়মিত স্কুলে না পাঠিয়ে ভ্যান চালাতে পাঠান৷''

আব্দুল্লাহ আল মামুন রচনা করেছেন কৌতুক৷ সেখানে এক শিশুর কাছে জানতে চাওয়া হচ্ছে, ‘‘বাবু, তুমি বড় হয়ে কী হবে?'' জবাবে শিশু বলছে, ‘‘ভ্যান চালক হবো৷''

কেউ কেউ ইমাম শেখের ভ্যানটিকে নিয়েও কৌতুকে মেতেছেন৷ কল্পনায় ভ্যানটিকে আকাশে উড়িয়েছেন তাঁরা৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য