1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চল্লিশ বছর পর আল-টিপার গোরের বিয়ে ভেঙে গেল

৬ জুন ২০১০

চল্লিশ বছরের বিবাহিত জীবন শেষ করে দিলেন প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরে এবং টিপার গোরে৷ কারণ খুলে বলা হয়নি তবে এটা দুজনের যৌথ সিদ্ধান্ত বলেই ব্যাখ্যা করা হয়েছে৷

https://p.dw.com/p/NjQb
আল গোরেছবি: AP

রাজনীতিতে তাঁর দীর্ঘ কেরিয়ারে অন্যতম সঙ্গিনী ছিলেন টিপার৷ আটের দশকে মার্কিন ডিমোক্র্যাটদের উত্থানপর্বেই হোক কিংবা নতুন শতাব্দে ডিমোক্র্যাট কনভেনশনের সেইসব সোনালি দিনে আল গোরে আর তাঁর স্ত্রী নামজাদা ফোটোগ্রাফার টিপার গোরেকে একে অন্যের সঙ্গে আলাদা করে ভাবা যেত না৷ বিয়ে করেছিলেন ১৯৭০ সালে৷ রয়েছে চারজন প্রাপ্তবয়স্ক সন্তান৷ সেই উদাহরণস্বরূপ বিয়েটাও শেষ হয়ে গেল৷ শেষ হয়ে গেল বিচ্ছেদে৷

বিচ্ছেদের সিদ্ধান্ত ইমেল মারফৎ বন্ধুদের জানিয়ে দিয়েছেন গোরে দম্পতি৷ তাঁদের মুখপাত্র কালে ক্রেইডার এক বিবৃতিতে বলে দিয়েছেন, অনেক চিন্তাভাবনা এবং বহু আলোচনার পর দুজনে বোঝাপড়ার মাধ্যমে মেনে নিয়েছেন বিচ্ছেদের এই সিদ্ধান্ত৷ এই সিদ্ধান্ত ঘোষণার পর তাঁরা চান না কেউ তাঁদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাক৷

Friedensnobelpreis für den früheren US-Vize Präsidenten Al Gore
ছবি: AP

কিন্তু কেন এই বিচ্ছেদ, তাও দীর্ঘ চল্লিশ বছর বিবাহিত থাকার পর? এর উত্তর জানা যায় নি৷ প্রাক্তন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিমোক্র্যাট নেতা আল গোরের বয়স এখন ৬২৷ আর তাঁর স্ত্রী টিপার গোরের বয়স ৬১৷ ক্লিন্টন জমানায় দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন আল গোরে৷ ২০০০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ ওয়াকার বুশের কাছে অল্পের জন্য হেরে যান তিনি৷ এরপর থেকে ঝাঁপ দেন পরিবেশ সুরক্ষার কাজে৷ তারপরে নোবেল শান্তি পুরস্কার, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সবই পেয়েছেন, বিষয় ওই আন্তর্জাতিক পরিবেশ সুরক্ষায় তাঁর উল্লেখযোগ্য অবদান৷ বিশ্বজুড়ে দৌড়ঝাঁপ করে বিভিন্ন দেশে সেই কাজে মগ্ন থাকতেও পছন্দ করেন আল গোরে৷

তো, সেই ক্ষমতায় থাকার পর্বে তো বটেই, ক্ষমতা না থাকা পর্বেও সবসময়েই আল গোরের পাশে পাশে হাসিমুখে হাজির থাকতেন টিপার গোরে৷ তাঁর স্ত্রী৷ প্রেম হয়েছিল দুজনের সুদূর কলেজজীবনে৷ সে প্রেম চমত্কার পরিণতি লাভ করে বিবাহে৷ তারপর চারটি সন্তান৷ উজ্জ্বল রাজনৈতিক কেরিয়ার৷ টিপার গোরের ফোটোগ্রাফি এবং তাতে দুনিয়াজোড়া সাফল্য৷ এই তো গত মাসে ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে গোরে পরিবার একটি চমত্কার সমুদ্রমুখী ভিলা কিনেছেন৷ যার দাম ৮.৮ মিলিয়ন মার্কিন ডলার৷

এতকিছুর পরেও টিঁকল না সম্পর্ক৷ ডিমোক্র্যাট নেতাদের মধ্যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টনের বিয়েটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মুখরোচক মোনিকা কেলেংকারির পরেও টিঁকে গেল! কিন্তু আল গোরে আর টিপার গোরের তো তেমন কোন বিবাহ বহির্ভূত কারণটারণও নেই! অন্তত তেমন কিছু শোনা যাচ্ছে না..তাহলে....

থেকে যাচ্ছে প্রশ্নটা তাই পাকাপাকি৷ হয়তো পরে কোন সময় জানা যাবে কী ছিল এই বিয়ে ভেঙে যাওয়ার কারণ৷ কিন্তু যে ছবিটা মানুষ কখনো ভুলবে না তা হল ২০০০ সালের ডিমোক্র্যাট কনভেনশনের মঞ্চে আল আর টিপার গোরের সেই দীর্ঘ সময় ধরে চলা অত্যন্ত আবেগপূর্ণ এক চুম্বনের দৃশ্য৷

দুজনের প্রেমের সাক্ষী হয়ে থেকে যাবে সেই ঘন আবেগের সুদীর্ঘ চুম্বনের দৃশ্যটাই৷ চিরদিনের জন্য৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সাগর সরওয়ার