1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলে গেলেন হলিউড তারকা জ্যাকি কুপার

৫ মে ২০১১

হলিউড তারকা জ্যাকি কুপার আর নেই৷ আটাশি বছর বয়সে মারা গেলেন তিনি৷ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন জ্যাকি৷ মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস'এ তিনি মারা গেছেন বলে বুধবার পিপল ম্যাগাজিনে জানানো হয়েছে৷

https://p.dw.com/p/119L7
জ্যাকি কুপারছবি: dapd

টিভির প্রধান কর্মকর্তা, পরিচালক, অভিনেতা - পেশার এই সবকটি ক্ষেত্রই খাটে তাঁর বেলায়৷

ছোট্ট বয়স থেকে তারকা খ্যাতি পেয়েছিলেন জ্যাকি কুপার৷ তিনিই প্রথম শিশু শিল্পী যিনি অস্কার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন৷ সেটা ছিল ১৯৩১ সাল৷ আর তখর তাঁর বয়স ছিল মাত্র নয় বছর৷ ‘স্কিপি' ছবিতে নামভূমিকায় অভিনয় করে সবার নজর কেড়েছিলেন জ্যাকি৷ এ পর্যন্ত অস্কার পুরস্কারের জন্য যারা মনোনয়ন পেয়েছেন তাঁদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে কম বয়সের৷

স্কিপি ছবির পর আর থেমে থাকতে হয়নি তাঁকে৷ দুষ্টু দুষ্টু চেহারার জ্যাকি দু'টি সিরিজে অভিনয়ের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছিলেন একজন নিয়মিত তারকা হিসেবে৷ এর মধ্যে একটি ছিল ‘স্প্যাঙ্কি' এবং অপরটি ‘আওয়ার গ্যাং'৷ ‘আওয়ার গ্যাং' সিরিজটি ‘লিটল রাসকেলস' নামেও পরিচিত৷ যেখানে বর্ণ ও লিঙ্গ বৈষম্য ভেঙে সাদা, কালো, ছেলে, মেয়ে মিলিয়ে এক দঙ্গল ডাকাবুকোর উপস্থিতি৷ প্রাপ্ত বয়সে তিনি সুনাম অর্জন করেছিলেন কাল্পনিক ‘ডেইলি প্ল্যানেট' এর সম্পাদক পেরি হোয়াইট এর চরিত্রে অভিনয় করে৷ ১৯৭৮ সাল থেকে ক্রিস্টোফার রিভ'এর সুপারম্যান সিরিজের চারটি ছবিতে পেরি হোয়াইট এর চরিত্রে অভিনয় তাঁকে এনে দিয়েছিলো বিশেষ খ্যাতি৷ তাঁর হলিউড ফিল্ম জগৎ থেকে অবসর নেয়ার পর বিশ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে৷ তবে তার আগে একশ'টিরও বেশি ছবিতে অভিনয় এবং টেলিভিশন অনুষ্ঠান করেছেন জ্যাকি কুপার৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক