1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলতি মৌসুমে আয়ের তালিকার শীর্ষে ইউ টু

১৯ জুলাই ২০১০

আয়ারল্যান্ডের নামকরা ব্যান্ড ইউ টু৷ চলতি মৌসুমে সঙ্গীত জগতে সবচেয়ে বেশি আয় করেছে তারা৷ ফর্বস ম্যাগাজিনের আয়ের তালিকায় এবার তাদের নাম সবার আগে৷

https://p.dw.com/p/OOYp
Rockband U2
গান গাইছেন ইউ টু-র বোনোছবি: picture-alliance/ dpa

জানা গেছে, গত বছরের জুন থেকে এই বছরের জুন মাস পর্যন্ত ব্যান্ড দল ইউ টু কামিয়েছে ১৩০ মিলিয়ন ডলার৷ চলতি মৌসুমে তারা ওয়ার্ল্ড ট্যুর ছাড়াও বিজ্ঞাপন সহ আরও অন্যান্য কাজে এই অর্থ আয় করেছে৷ জানা গেছে, তাদের প্রত্যেকটি ট্যুরেই কেবল টিকিট বিক্রি হয়েছে ১০ মিলিয়ন ডলার করে৷ ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি তাই পকেটও এখন বেশ ভারী তাদের৷ তাদের পরেই রয়েছে আরেক ব্যান্ড দল এসি ডিসি৷ অস্ট্রেলিয়ার এই হেভি মেটাল ব্যান্ড এবারের মৌসুমে আয় করেছে ১১৪ মিলিয়ন ডলার৷ এত আয়ের পেছনে রয়েছে তাদেরও ওয়ার্ল্ড ট্যুর৷

Beyonce
গায়িকা বিয়োন্স নোলসছবি: AP

এদিকে একক সঙ্গীত তারকা হিসেবে ফোর্বস এর তালিকায় সবার আগে রয়েছেন জনপ্রিয় পপ গায়িকা বিয়ন্স নোলস৷ আগের দুই ব্যান্ডের পরেই তার নাম, আয় করেছেন ৮৭ মিলিয়ন ডলার৷ তার স্বামী ব়্যাপ সঙ্গীত তারকা জে জেডও রয়েছেন সেরা দশের তালিকায়৷ তবে তিনি আছে ছয় নম্বরে৷ চার নম্বরে রয়েছে নিউজার্সির গায়ক ব্রুস স্প্রিংসজেন এর দল স্ট্রিট ব্যান্ড৷ তারা আয় করেছে প্রায় ৭০ মিলিয়ন ডলার৷

Madonna (R) performs with Britney Spears
ম্যাডোনা ও ব্রিটনি একসঙ্গেছবি: picture-alliance/ dpa

এদিকে জনপ্রিয় মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের দিন আবারও বোধ হয় ফিরেছে৷ কারণ এবার তিনি সেরা পাঁচের মধ্যে নিজেকে রাখতে পেরেছেন৷ চলতি মৌসুমে ব্রিটনি কামিয়েছেন ৬৪ মিলিয়ন ডলার৷ তার একটু পর সাত নম্বরে রয়েছেন হালের সেক্সি ক্রেজ লেডি গাগা৷ তার আয় ৬২ মিলিয়ন ডলার৷ আর আট নম্বরে রয়েছেন পপ দিভা খ্যাত ম্যাডোনা, যার আয় এবারের মৌসুমে মোট ৫৮ মিলিয়ন ডলার৷ বয়স হয়ে যাচ্ছে, কিন্তু পপ সঙ্গীত জগতে ম্যাডোনা যে এখনও ম্যাডোনা, সেটা আবারও তিনি প্রমান করলেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম