1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলতি মাসেই গার্মেন্টস শিল্পের জন্য ন্যূনতম মজুরি কাঠামো

৪ জুলাই ২০১০

গার্মেন্টস শ্রমিকদের স্বার্থকে গুরুত্ব দিয়ে চলতি মাসেই ঘোষণা করা হবে মজুরি কাঠামো৷ শ্রমিক-মালিক সবার কাছেই এটা গ্রহণযোগ্য হবে, বলে জানিয়েছেন মজুরি কমিশনের চেয়ারম্যান বিচারপতি ইকতেদার আহমেদ৷

https://p.dw.com/p/OATR
ছবি: AP

গার্মেন্টস শ্রমিকদের এখন সবচেয়ে বড় দাবি ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা৷ ১৯৮৪ সালে এই শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ৬২৭ টাকা৷ সর্বশেষ ২০০৬ সালে মজুরি নির্ধারণ হয় ১,৬৬২ টাকা৷ প্রতি ৫ বছর পর এই মজুরি কাঠামো পরিবর্তন করার কথা৷

শ্রমিকদের দৈনিক কত ক্যালরি শক্তি ক্ষয় হয় এবং তা পূরণে কি পরিমাণ খাবার প্রয়োজন তা বিবেচনা করে নির্ধারণ করা হবে এবারের মজুরি কাঠামো৷ এর সঙ্গে বিবেচনা করা হবে বর্তমান বাজার দর আর ঘর ভাড়া, জানালেন মজুরি কমিশনের চেয়ারম্যান৷ তিনি বলেন, চলতি মাসেই ঘোষণা করা হবে ন্যূনতম মজুরি কাঠামো৷ এক্ষেত্রে বিবেচনা করা হবে শ্রমিকদের কাজের ধরণ ও ঝুঁকি৷

এর আগে কমিশন চিংড়ি শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে ২,৬০০ টাকা৷ আর জাহাজ শিল্পের শ্রমিকদের জন্য নির্ধারণ করা হয় ৬,২০০ টাকা৷ দেড় বছরে এই কমিটি ১৬টি সেক্টরের জন্য আলাদা মজুরি কাঠামো নির্ধারণ করেছে৷ তৈরি পোষাক শিল্পে ন্যূনতম মজুরির ক্ষেত্রে বিশ্বের বাজারে প্রতিযোগিতা ও দক্ষতা বিবেচনায় রাখা হবে৷

গার্মেন্টস শিল্পে সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, এর পিছনে ৩টি কারণ রয়েছে৷ এগুলো হলো কম মজুরি, ঠিক সময়ে বেতন না দেয়া এবং নিয়োগ পত্র না থাকা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক