1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রামে জয় চাইলে ‘টস জেতো, আগে ব্যাট করো’

১০ মার্চ ২০১১

ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল মুখোমুখি হচ্ছে আগামীকাল শুক্রবার, চট্টগ্রামে৷ এই ম্যাচে যেকোনভাবে হোক জয় চায় টাইগাররা৷ সাকিব এর ভাগ্য এক্ষেত্রে সহায়ক হতে পারে৷ এমনটাই ইঙ্গিত দিলেন চট্টগ্রাম মাঠের পিচ রক্ষক৷

https://p.dw.com/p/10WrV
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের খেলায় ব্যাটিং-এ বাংলাদেশছবি: AP

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত টস জয়ে ১০০ ভাগ সফলতা দেখিয়েছেন অধিনায়ক সাকিব আল-হাসান৷ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এক পিচ রক্ষক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শুক্রবারের খেলায় যে দল আগে ব্যাট করবে, তাদের জেতার সম্ভাবনা অনেক বেশি৷

ইংলিশ কিংবা টাইগাররা এই মন্তব্য শোনার পর স্বভাবতই আগে ব্যাট করতে চাইবেন৷ তাই, পিচ রক্ষকের প্রত্যাশা এবারও যেন সাকিবের টস ভাগ্য সুপ্রসন্ন থাকে৷ নামপ্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি জানান, যে পিচে খেলা হবে, সেটি একেবারেই ফ্ল্যাট এবং ব্যাটিং সহায়ক৷ তাই, আগে ব্যাট করে ২৮০ রানের মতো তুলতে পারলে জয় ঠেকায় কে!

কিন্তু সমস্যা সেখানেই৷ আগের ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিল সাকুল্যে ৫৮ রান৷ পরের ম্যাচেই এই দল কতটা খেলায় ফিরতে পারবে, সেটা নিয়ে যথেষ্টই চিন্তিত ক্রিকেট বোদ্ধারা৷ বিশেষ করে বিশ্বকাপের শেষ আটে টিকতে চাইলে ইংলিশদের বিরুদ্ধে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তাই, চাপটাও বেশি৷

অন্যদিকে, এবারের বিশ্বকাপে ইংল্যান্ড দল বেশ নাটকীয় একটা ভাব আছে৷ ভারতের বিরুদ্ধে ৩৩৮ রানের নাটকীয় টাই, তারপর আয়ারল্যান্ডের কাছে নাটকীয় পরাজয় আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৭১ করেও নাটকীয় জয়৷ অবশ্য সেদলের অন্যতম দুই খেলোয়াড় কেভিন পিটারসন এবং স্টুয়ার্ট ব্রড দেশে ফিরে গেছেন ইনজুরির কারণে৷ তাদের বদলে ইংল্যান্ড দলে ফিরছেন বিপজ্জনক ব্যাটসম্যান ইয়ন মর্গান এবং পেস বোলার ক্রিস ট্রিমলেট৷

সে যাই হোক, সবমিলিয়ে শুক্রবারের ম্যাচে খানিকটা চাপেই থাকছে বাংলাদেশ দল৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হারের পর স্বাগতিকদের ভক্তরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে এই চাপ খুবই স্বাভাবিক৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন