1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘূর্ণিঝড় থেকে বাঁচতে গাছ লাগান

৩০ নভেম্বর ২০১৩

হাইয়ানের মতো ঘূর্ণিঝড় থেকে ভবিষ্যতে বাঁচতে নতুন ম্যানগ্রোভ ফরেস্ট গড়ার উদ্যোগ নিয়েছে ফিলিপাইন্স৷ চলতি মাসের শুরুতে হাইয়ানের আঘাতে সেদেশে কয়েক হাজার মানুষ মারা গেছেন৷

https://p.dw.com/p/1AQXf
Caption: Sundarbans, the largest mangrove forest of Bangladesh Schlagworte: Tareq Onu, Tanguar haor, Sundarbans, mangrove forest, Bangladesh
ছবি: Tareq Onu

ম্যানগ্রোভ ফরেস্ট যে ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় লোকালয় রক্ষার দেয়াল হিসেবে কাজ করে, সেকথা অনেকেরই জানা৷ বিশেষ করে বাংলাদেশে সাইক্লোন সিডরের পর বিশেষজ্ঞরা বলেছিলেন, সুন্দরবন থাকায় দক্ষিণাঞ্চলের ক্ষতি অপেক্ষাকৃত কম হয়েছে৷ সিডর লোকালয় অবধি পৌঁছানোর আগেই তীব্রতা হারিয়েছিল সুন্দরবনের কারণে৷ পৃথিবীর অন্যতম বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন৷

হাইয়ান আঘাত হানার পর এবার ফিলিপাইন্স সরকারেরও বোধদয় হয়েছে৷ সেদেশ তাই উপকূলসংলগ্ন এলাকাগুলোতে ম্যানগ্রোভ ফরেস্ট গড়ার উদ্যোগ নিয়েছে৷ প্রয়োজনে জনবসতি সরিয়ে হলেও এই বন তৈরি করা হবে, যা ঘূর্ণিঝড়ের সময় প্রাকৃতিক দেয়াল হিসেবে কাজ করবে৷ ফিলিপাইন্সের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনোর মুখপাত্র হারমিনিও কোলোমা এই বিষয়ে বলেন, ‘‘পরিবেশ সুরক্ষায় ব্যাপক কর্মসূচির'' অংশ হিসেবে বন গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷

ফিলিপাইন্সের পরিবেশমন্ত্রী রামোন পাজে দ্রুত গাছ লাগানোর দিকে গুরুত্বরোপ করেছেন৷ তিনি বলেন, ‘‘এ ধরনের বন গড়ে উঠতে পাঁচ থেকে সাত বছরের মতো সময় লাগে৷ তাই আমাদের দ্রুত কাজ শুরু করতে হবে৷''

দেশটির পরিবেশ মন্ত্রণলায় ইতোমধ্যে একটি ‘‘জিওহ্যাজার্ড ম্যাপ'' তৈরি শুরু করেছে৷ এই মানচিত্র থেকে ফিলিপাইন্সের দুর্যোগের শঙ্কায় থাকা এলাকাগুলো সম্পর্কে জানা যাবে৷

উল্লেখ্য, ফিলিপাইন্সে চলতি মাসের শুরুতে টাইফুন হাইয়ানের আঘাতে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন৷ অনেকে এখনো নিঁখোজ রয়েছেন৷

এআই/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য