1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘরে বসেই এভারেস্ট জয়ের ত্রিমাত্রিক অভিজ্ঞতা

১৪ মে ২০১১

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ওঠার স্বপ্ন কে না দেখেছে? কিন্তু বাস্তবে সেই কঠিন অভিযানে অংশ নেওয়া ক্ষমতা ক'জনেরই বা আছে!

https://p.dw.com/p/11G6I
দুর্গম এভারেস্টছবি: Zdravko Dejanovic

কম্পিউটারের পর্দার সামনে বসে ‘গুগল আর্থ'এর মতো সফটওয়্যারের কল্যাণে মানুষ পৃথিবী, চাঁদ বা মহাশূন্য জয় করে চলেছে৷ এবার সেই তালিকায় যোগ হলো মাউন্ট এভারেস্টের নাম৷ অ্যানিমেশন পদ্ধতি কাজে লাগিয়ে এভারেস্টের ত্রিমাত্রিক ছবি এসে পড়েছে নাগালের মধ্যে৷

বাস্তবে এভারেস্ট আরোহণ যে কতটা কঠিন, গত শুক্রবার অভিজ্ঞ জাপানি পর্বতারোহী তাকাশি ওজাকির মর্মান্তিক মৃত্যু আবারও মনে করিয়ে দেয়৷ চলতি বছর দক্ষিণ দিক দিয়ে এভারেস্টে উঠতে গিয়ে এই নিয়ে ৩ জন পর্বতারোহীর মৃত্যু হলো৷ ফলে এই পর্বতকে সমীহ না করে উপায় নেই৷

Apa Sherpa Mount Everest Rekord Bergsteiger Flash-Galerie
ঘরে বসেই এভারেস্ট জয়ের আনন্দ পাওয়া যাবেছবি: picture-alliance/dpa

জার্মান মহাকাশ সংস্থা ডিএলআর'এর বিজ্ঞানীরা এবার ‘ওয়ার্লড ভিউ ১' ও ‘ওয়ার্লড ভিউ ২' স্যাটেলাইট থেকে তোলা অসংখ্য ছবির সাহায্যে মাউন্ট এভারেস্টের অসাধারণ এক ত্রিমাত্রিক মডেল তৈরি করেছেন৷ মার্কিন সংস্থা ‘ডিজিট্যাল গ্লোব' এই দুই স্যাটেলাইটের মালিক৷ তবে শুধু ছবি নয়, ডিএলআর'এর নিজস্ব সফটওয়্যার ‘ব়্যাপিড আই' ছাড়া নিখুঁত এই থ্রিডি মডেল তৈরি করা হয়তো সম্ভব হতো না৷ বর্তমানে এভারেস্টের যেসব মডেল রয়েছে, তার তুলনায় প্রায় ৪০০ গুণ স্পষ্ট নতুন এই মডেল৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য