গ্রেহেম লুকাস সাহেবের বক্তব্য | পাঠক ভাবনা | DW | 11.11.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

গ্রেহেম লুকাস সাহেবের বক্তব্য

শর্টওয়েভ ট্রান্সমিশন বন্ধ সম্পর্কে দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস সাহেবের বক্তব্যটি আমরা ওয়েবসাইটে যথা সময়ে পড়েছি এবং সার্বিক বিষয়টি বুঝতে পেরেছি৷

গ্রেহেম লুকাস

গ্রেহেম লুকাস

তাই ডয়চে ভেলের সকল শ্রোতা বন্ধুদের অবশ্যই উচিৎ লুকাস সাহেবের বক্তব্য অকাতরে মেনে নেওয়া৷

আত্মার তৃষ্ণা নিবারণের লক্ষ্যেই তিন যুগ ধরে প্রিয় বেতার ডয়চে ভেলের মনোগ্রাহী অনুষ্ঠানমালা নিয়মিত শুনে ও যোগাযোগ করে আসছি৷ ইদানিং তৃষ্ণাটা বেড়ে গেছে যার ফলে রেডিও'র অনুষ্ঠান শোনার পাশাপাশি ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে পড়েছি৷ আর চিঠি লেখা একদম ভুলতে বসেছি! কত লম্বা লম্বা চিঠি যে ডয়চে ভেলেকে লিখেছি তার শেষ নেই৷ আসলে সময়ের সাথে দিন বদলে যাচ্ছে, ছোট হয়ে আসছে পৃথিবী৷ তথ্য প্রযুক্তির যুগে বিজ্ঞানের আশীর্বাদে আর ক'দিন পর আপনারা কে, কোথায় এবং কি করছেন - সেটাও হয়তো এই মফঃস্বল থেকে জানতে পারবো - কি বলুন বন্ধুরা? শুভেচ্ছান্তে, মোখলেসুর রহমান, মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷

আমি রোজ এফএম-এ অনুষ্ঠান শোনার জন্য বসে থাকি৷ আর ভাবি প্রিয় বেতার থেকে আজ আমাদের নাম শোনা যাবে তো ? এসএমএস পড়া হবে তো ? ডয়চে ভেলে বাংলা, তুমি দিয়েছো হৃদয়ে দোলা, তাই তোমায় কোনদিন ভোলা যাবে তো? মোঃ নূর মোস্তফা, সহিদুল ও শ্যামল, কালিগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ৷

সাপের বিষ দিয়ে হার্টের ওষুধ তৈরি আমাকে সত্যিই অবাক করে দিয়েছে৷ আসলে এসবই বিজ্ঞানর অভুতপূর্ব আবিষ্কার৷ এ ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ মোঃ সিরাজুল ইসলাম, কাশিপুর, মনিরের ভিটা, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

চলতি ঘটনা, বিজ্ঞান প্রযুক্তি এবং মোনালিসা আমার খুব শুনতে ভাল লাগে৷ আমি সকাল এবং রাতে নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনি৷ আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমার সাথে দু’ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি নিয়মিত অনুষ্ঠান শোনে৷ আমি ডয়েচে ভেলের অনুষ্ঠান প্রথমে নিয়মিত শুনতাম না ৷ রাসেল হাসান নামের এক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির অনুপ্রেরণায় শোনা আরম্ভ করি৷ তবে আপনাদেরকে আরো অনুসন্ধানী ফিচার সম্প্রচার করতে হবে৷ আজমাল হোসেন মামুন - ঠিকানা লেখা নেই৷

সব মিলিয়ে ভালো লাগা আমার প্রিয় ডয়চে ভেলের অনুষ্ঠান শুনতে অসুবিধা হলেও এখন কিন্তু খুবই ভালো শোনা যাচ্ছে৷ বিনোদ চন্দ্র বর্মন, বালার হাট, ফুলবাড়ি, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

আমরা কুড়িগ্রাম থেকে ডয়চে ভেলের অনুষ্ঠান ভালোভাবে শুনতে পাচ্ছিনা৷ শ্রবণমান ভালো করার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করলে খুব ভালো হয়৷ আমরা ডয়চে ভেলের খুবই ভক্ত৷ মোঃ ওবায়দুল ইসলাম, রাজারহাট, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

আপনাদের সকলকে সালাম৷ এফএম ব্যান্ডে অনুষ্ঠান খুব ভালো শোনা যাচ্ছে৷ অনেক ধন্যবাদ ৷ সৈয়দা মেহেরুননেসা, সিলেট, বাংলাদেশ৷

গুটেন মর্গেন৷ পরিবারের সকলকে আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা৷ এবার বলুন আপনারা কেমন আছেন ? জার্মান ভাষাশিক্ষার আসর আবারো চালু করার অনুরোধ জানাচ্ছি৷ মোঃ নাজমুল শাহ, গাইবান্ধা, বাংলাদেশ৷

আমি ডয়চে ভেলের অনুষ্ঠান নিয়মিত শুনি এবং সকল পরিবেশনা আমার খুব ভালো লাগে৷ অনুষ্ঠান না শুনলে মনে হয় আমি যেন কিছু থেকে বঞ্চিত হচ্ছি৷ সাদ্দাম হোসেন, বাগমারা, রাজশাহী ৷