1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসের জন্য উদ্ধার প্যাকেজ চূড়ান্ত হচ্ছে

৩০ এপ্রিল ২০১০

ইউরোপীয় ইউনিয়ন আর আন্তর্জাতিক অর্থ তহবিলের সঙ্গে উদ্ধার প্যাকেজ নিয়ে বিপুল অঙ্কের ঋণভারে জর্জরিত গ্রিসের একটা রফায় আসতে খুব বেশি দেরি নেই বলে খবরে প্রকাশ৷

https://p.dw.com/p/NBCY
গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেওছবি: AP

যদিও কঠোর ব্যয়সঙ্কোচ কর্মসূচির মুখে বিক্ষোভে ফেটে পড়ছে সাধারণ গ্রিক জনগণ৷ এদিকে জার্মান অর্থ ও শিল্প প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, তারাও গ্রিসের জন্য পরিকল্পিত উদ্ধার প্যাকেজে অর্থ ঢালবে৷

গ্রিসকে ১২০ বিলিয়ন ইউরো সাহায্য দেয়ার কথা বলা হচ্ছে৷ তার পরিবর্তে তাকে কঠোরভাবে তার ব্যয় সঙ্কোচ করতে হবে৷ ইইউ আর আইএমএফ'এর সঙ্গে এথেন্স সরকার তার বাজেটে ব্যাপক কাটছাঁটের খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করছে৷ গ্রিসের ঋণ সংকট নিয়ে ইউরো মুদ্রা অঞ্চলের অর্থমন্ত্রীরা সপ্তাহান্তে আলোচনা করবেন৷

উদ্ধার প্যাকেজের অর্থ অবিলম্বে গ্রিসের প্রয়োজন৷ কেননা আগামী ১৯শে মে তাকে দেউলিয়া অবস্থা এড়াতে তার বর্তমান ঋণের একটি অংশ ফেরত দিতে হবে৷ উদ্ধার প্যাকেজে গ্রিসের ২০১০ সালের বাজেটে যে ব্যাপক ব্যয় সংকোচের শর্ত রাখা হয়েছে তাতে রুষ্ট সে দেশের শ্রমিক ইউনিয়নগুলো৷ ব্যয় হ্রাসের অঙ্ক দাঁড়াবে ২৪ বিলিয়ন ইউরো৷ এবং তার লক্ষ্য বাজেট ঘাটতি ১০ শতাংশ কমানো৷

Griechenland Streik Proteste Finanzkrise
সরকারের ব্যয় সঙ্কোচন নীতির বিরুদ্ধে গ্রিসের মানুষের প্রতিবাদছবি: AP

প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেও শুক্রবার বলেছেন, ‘‘ যে ব্যবস্থাগুলো আমাদের নিতে হচ্ছে এগুলো অর্থনৈতিক ব্যবস্থা৷ এবং তা আমাদের দেশকে রক্ষার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য আমাদের পায়ের ওপর ভর করে দাঁড়ানোর ক্ষমতার জন্যই প্রয়োজন৷''

এদিকে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল শুক্রবার বলেছেন, জার্মান মন্ত্রীসভার এক বিশেষ বৈঠকের একদিন আগে অর্থাৎ রবিবারেই ইইউ-আইএমএফ আলোচনা শেষ হবে বলে তিনি আশা করছেন৷ উল্লেখ্য, এই উদ্ধার প্যাকেজে পরিকল্পিত অর্থের একটা বড় অংশ দেবে জার্মানি৷ ইইউ কমিশন প্রধান বারোসো বলেছেন, এই জরুরি উদ্ধার প্যাকেজ সংকট অন্য দেশে ছড়িয়ে পড়তে দেবেনা বলে তিনি মনে করেন৷

জার্মান অর্থ আর শিল্প প্রতিষ্ঠান মহল গ্রিসের জন্য পরিকল্পিত প্যাকেজে অর্থ দেবে বলে প্রকাশ৷ এই সাহায্যের অঙ্ক ১ থেকে ২ বিলিয়ন ইউরো হতে পারে বলে একটি সূত্রে বলা হয়েছে৷ এই সাহায্য উদ্যোগ সমন্বিত করবেন জার্মানির ডয়চে ব্যাঙ্কের প্রধান ইয়োজেফ আকারমান৷

প্রতিবেদক: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: দেবারতি গুহ