গ্রিনহাউস গ্যাস নির্গমনের বিরুদ্ধের লড়াইয়ে জার্মানি | পাঠক ভাবনা | DW | 05.12.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

গ্রিনহাউস গ্যাস নির্গমনের বিরুদ্ধের লড়াইয়ে জার্মানি

‘জার্মানিতে বায়ুশক্তি প্রযুক্তির আরও উন্নতি' –এই প্রতিবেদনটি পড়ে এক পাঠকের মন্তব্য: ‘‘বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমাতে শক্তির রূপান্তর নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷’’

বন্ধু সুভাষ চক্রবর্তী ভাষায়,, ‘‘এবং এর বিরুদ্ধে লড়াইয়ে জার্মানি নেতৃস্থানীয় দেশ হিসাবে গণ্য৷’’ তিনি আরো লিখেছেন আন্তর্জাতিক জলবায়ু এবং শক্তি সম্মেলনে অংশগ্রহণকারীরা প্রায়ই জার্মানির জ্বালানি নীতি ও জ্বালানি খাতের পরিকল্পনার প্রশংসা করে থাকে৷ যেহেতু পৃথিবীপৃষ্ঠের নীচের শক্তিসম্পদ সীমিত আর নবায়নযোগ্য শক্তির উত্‍স অসীম, তাই নবায়নযোগ্য প্রযুক্তির শক্তিতে প্রচলিত শক্তি প্রযুক্তির তুলনায় অনেক কম পরিবেশগত প্রভাব আছে৷ সেই দিক থেকে পরমাণু বিদ্যুতের উত্পাদন পরিত্যাগ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যাবহার ধাপে ধাপে বাড়ানোর যে উদ্যোগ জার্মানি নিয়েছে, তা যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ তবে যেহেতু নবায়নযোগ্য শক্তির উত্পাদন ব্যায় বেশি, তাই উত্পাদন ব্যায়কে একটি সীমার মধ্যে রাখার বিষয়ে নিশ্চিত করার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে৷ অন্বেষণে জার্মানির বায়ুশক্তি প্রযুক্তি এবং এই প্রযুক্তির বিকাশ তুলে ধরা প্রতিবেদনটি খুবই ভালো লাগলো৷ এছাড়া ছবিঘর থেকে জানতে পারলাম জার্মানদের পছন্দের দুপুরের খাবার সম্পর্কে৷ শুভেচ্ছা নেবেন সকলে৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷''

পরের ই-মেলটি পাঠিয়েছেন পুরোন বন্ধু বারিক৷ তিনি লিখেছেন, ‘‘ডয়চে ভেলের বিভিন্ন প্রতিবেদনের ওপর পাঠকদের মতামত জানতে চাওয়া হচ্ছে, বিষয়টি খুবই প্রসংশনীয়৷ আমি মনে করি, এতে ডয়চে ভেলের সাথে পাঠকদের সম্পর্ক আরো গভীর হবে৷ পাঠকদের মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য ডয়চে ভেলে পরিবারকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই৷ আপনাদের সাথে থাকতে পেরে সত্যিই আমি গর্বিত৷''

তাঁর পরের মন্তব্য, ‘‘আর হ্যাঁ, নুরুননাহার সাত্তারের ‘মোজা নিয়ে অন্যরকম কিছু তথ্য' শিরোনামের ছবিঘরটিতে বিভিন্ন ডিজাইনের মোজা দেখে আমার খুব ভালো লাগেছে৷ শীতের আগমনে মোজার একটি বিশেষ গুরুত্ব রয়েছে৷ যে কারণে ছোট, বড়, বৃদ্ধ সবাই মোজা পরে ও পছন্দ করে৷ মোজা বিভিন্ন সময়ের প্রতীকী চিহ্ন বহন করে, তা আপনাদের প্রতিবেদন থেকে জানতে পারলাম৷ ছবিঘরের মাধ্যমে আরো জানতে পারলাম, ‘দুপুরে যা খেতে ভালোবাসেন জার্মানরা'৷ এ বিষয়টিও বেশ ভালো লেগেছে৷ এম এ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ৷''

- মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ৷ এভাবেই আপনারা সাথে থাকবেন, এটাই আমাদের অনুরোধ৷ পাঠক বন্ধুদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো৷ আপনাদের সপ্তাহান্ত ভালো কাটুক – এই প্রত্যাশায় থাকলাম আমরা সবাই৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন