1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রামীণ ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক

১০ মার্চ ২০১১

ড. ইউনূসের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া, গ্রামীণ ব্যাংকে টাকা তোলার হিড়িক আর রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মুক্তি, এসবই আজকের ঢাকার পত্রপত্রিকার প্রধান খবর৷

https://p.dw.com/p/10WjQ
মুহাম্মদ ইউনূসছবি: AP

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে ড. ইউনূস

বিষয়টি নিয়ে দু'ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সংবাদপত্রে৷ ডেইলি স্টার এ বিষয়টিকে বেশ ইতিবাচকভাবে তুলে ধরেছে৷ তারা সংবাদ সম্মেলনে ড. ইউনূসকে নিয়ে প্রশ্নোত্তর পর্বটি পুরোটাই ছেপে দিয়েছে৷ তবে কালের কন্ঠের প্রতিবেদনে কিছুটা নেতিবাচক মনোভাব দেখা গেছে৷ তারা বলছে, ইউনূস প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে কিনা, এ ব্যাপারে এক সাংবাদিক জানতে চাইলে, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ জে ক্রাউলি কোনো কথা বলেন নি৷ এদিকে, প্রথম আলো কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. ইউনূসকে সরিয়ে দেয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের পদক্ষেপে যুক্তরাষ্ট্র বিচলিত৷ এছাড়া পত্রিকাটি বলছে, হিলারি ক্লিন্টন ইউনূসকে টেলিফোন করে আশ্বস্ত করেছেন যে, যুক্তরাষ্ট্র তাঁর পাশে আছে৷

টাকা তোলার হিড়িক

সমকাল এই বিষয়ে তাদের প্রধান প্রতিবেদন করেছে৷ তারা বলছে, গ্রামীণ ব্যাংক থেকে ড. ইউনূসের অব্যাহতির খবরে প্রতিষ্ঠানটি থেকে আমানত তুলে নিতে শুরু করেছেন ক্ষুদ্র আমানতকারীরা৷ শুধুমাত্র গতকাল বুধবারেই ব্যাংকের প্রায় এক হাজার শাখায় তিন হাজার কোটি টাকার সঞ্চয় তুলে নেয়ার আবেদন জমা পড়েছে৷ এছাড়া গ্রাহকরা বুধবার প্রায় দুশ' কোটি টাকা তুলে নিয়েছে বলে সমকাল বলছে৷ আর ড. ইউনূসের সঙ্গে ঘনিষ্ঠ এমন একাধিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, বিএনপি এই ইস্যুতে বড় ধরনের আন্দোলন করার প্রস্তাব দিয়েছিল৷ কিন্তু ইউনূস তাতে রাজি হন নি, কারণ তিনি চান না তাঁকে নিয়ে কেউ রাজনৈতিক ফায়দা লুটুক৷

রাষ্ট্রপতির ক্ষমায় খুনের আসামীর মুক্তি

রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় যাবজ্জীবন সাজা থেকে মুক্তি পেলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আহসান হাবিব টিটু৷ ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন উপজেলা বিএনপি'র সভাপতিকে খুন করার অভিযোগে প্রথমে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছিল৷ পরে আপিল করলে উচ্চ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়৷ তারপর দীর্ঘদিন পালিয়ে থেকে বর্তমান সরকার ক্ষমতায় এলে জামালপুর আদালতে তিনি আত্মসমর্পণ করেছিলেন৷ সমকালে রয়েছে খবরটি৷

গ্রন্থনা: জাহিদুল হক

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান