1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গিফ ফরম্যাট ফিরেছে

রোব্যার্ট রিশটার/এআই১৬ জানুয়ারি ২০১৫

কম্পিউটারে গিফ ফরম্যাটের কথা মনে আছে? ছবির এই ফরম্যাটটি অ্যানিমেশন ধারণে সক্ষম৷ আবার ফাইল সাইজও ছোট হয়৷ মাঝখানে হারিয়ে গেলেও গিফ আবার ফিরে এসেছে৷ এই ফরম্যাটে চমৎকার সব গিফ তৈরি করে গোটা বিশ্বকেই চমকে দিচ্ছেন শিল্পীরা৷

https://p.dw.com/p/1ELFD
Goldenes Horn in Istanbul
ছবি: Fotolia/Jan Schuler

উজ্জ্বল আলোর ভাস্কর্য৷ দেখলে মনে হয় ধারাবাহিকভাবে ঘুরছে৷ এগুলো আসলে অ্যানিমেটেড গিফ ফাইল৷ তুরস্কের ইস্তানবুল শহরে বসে গিফ তৈরি করছেন মাল্টিমিডিয়া শিল্পী এরডাল ইনসি৷ তাঁর মতে, নব্বইয়ের দশকের কম্পিউটার ফরম্যাটটির কদর এখন অনেক৷

এরডাল ইনসি বলেন, ‘‘আমার কাছে গিফের আকর্ষণীয় দিকটি হচ্ছে রিপিটেশন৷ এটির কোনো শুরু বা শেষ নেই৷ এটা চক্রের মতো রিপিট হতে থাকে৷ তাই আমার ভিডিওগুলোর জন্য গিফ ফরম্যাট সবচেয়ে উপযুক্ত৷''

গত অর্ধ দশক ধরে ইস্তানবুলে বসবাস করছেন এরডাল ইনসি৷ দুই বছর আগে তিনি তাঁর ব্লগে গিফ পোস্ট করা শুরু করেন৷ বর্তমানে অনেক আধুনিক ফরম্যাট সব ব্রাউজার সাপোর্ট না করলেও গিফ করে৷ এগুলোর সাইজও বড় নয়৷ তাই সহজে শেয়ার করা যায়৷ ফলে তাঁর কাজগুলো ইতোমধ্যে দেড়লাখের বেশিবার ‘লাইক' পেয়েছে৷

ইনসি অল্পবিস্তর পরিকল্পনা করেই কাজ শুরু করেন৷ তবে অনেক কিছু তিনি ঠিক করেন অবস্থা অনুযায়ী৷ তবে ভিডিও করার সময় আশেপাশে বেশি লোক থাকাটা পছন্দ করেন না তিনি৷ তাই অনেক সময় রাত বা ভোরের সময়টা বেছে নেন ভিডিও-র জন্য৷

Computerkunst-Festival Cynetart 2014 in Dresden
ড্রেসডেনের কম্প্যুটার আর্ট ফেস্টিভাল, ২০১৪ছবি: picture-alliance/AP Photo/Jens Meyer

পাঁচ বছর আগে গিফের ব্যবহার আবারও গুরুত্ব পেতে শুরু করে৷ মার্কিন আলোকচিত্রী কেভিন বার্গ এবং জিমি বেক এ ক্ষেত্রে পাইওনিয়ার৷ আর ব্রিটিশ শিল্পী ইনসা তাঁর গ্রাফিটি এবং গিফসের জন্য বিখ্যাত৷ ফিরে এসে গিফ দ্রুতই জনপ্রিয়তা লাভ করেছে, ইন্টারনেট ছাড়িয়ে শহুরে সংস্কৃতির অংশ হয়ে গেছে৷

শিল্পকলা সমালোচক এব্রু ইয়েটিস্কিন গ্যালারিতে গিফের একজন বড় ভক্ত৷ তিনি বলেন, ‘‘গিফ হচ্ছে শিল্পকলার সবচেয়ে কনটেম্পোরারি ফর্মগুলির একটি, যা আমরা এখন ব্যবহার করছি৷ এগুলি ছোট৷ আমরা অনেক ওয়েবসাইট ঘাঁটি, ইন্টারনেট সার্ফ করি৷ তাই কী ভাবে ছবি দেখতে বা সাউন্ড শুনতে হয়, তা দ্রুত বুঝে ফেলি৷''

এখন সূর্যের শেষ রশ্মি ব্যবহার করে একটি গিফ তৈরি করছেন এরডাল ইনসি৷ ফিল্মিং-এর জন্য বেশি সময় প্রয়োজন হয়না৷ তবে পোস্ট প্রোডাকশনের জন্য সপ্তাহখানেক সময় নেন তিনি৷ ছবিগুলো সম্পাদনা করে চূড়ান্ত গিফ তৈরি করেন এই শিল্পী৷ সেই গিফটিতে ইনসি নিজেকে অসংখ্যবার ক্লোন করেছেন৷ এভাবে একটি জটিল প্যাটার্ন তৈরি করেছেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য