1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোলকিপারের সেমসাইড গোলে গ্লাডবাখ'এর পরাজয়

১৯ মার্চ ২০১১

নিজেদের মাঠেই গোলকিপারের গোলে ০-১ গোলে হেরে গেল বরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখ৷ ফলে বুন্ডেসলিগার তালিকার শেষের দিকেই থেকে যেতে হচ্ছে ক্লাবকে৷

https://p.dw.com/p/10cQN
ম্যোনশেনগ্লাডবাখ’এর ভাগ্যটাই খারাপ ছিলোছবি: picture alliance/dpa

বুন্ডেসলিগায় খেলার ঝক্কি কম নয়৷ শুধু ম্যাচ জিতলেই চলে না, প্রথম ডিভিশন থেকে ছিটকে দ্বিতীয় ডিভিশনে নেমে যাবার ভয়ও থাকে৷ তখন ক্লাবের মান-সম্মান নিয়ে টানাটানি পড়ে৷ আবার প্রথম ডিভিশনে ফেরাও সহজ কাজ নয়৷

এই মান-সম্মান বাঁচানোর চেষ্টা করে চলেছে বরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখ ও কাইজার্সলাউটার্ন৷ আপাতত তালিকার শেষের দিকেই তাদের স্থান৷ বরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখ গত কয়েকটা ম্যাচে ভালই খেলে আসছিল৷ কিন্তু শুক্রবার নিজেদের মাঠেই প্রবল বৃষ্টির মধ্যে বরুসিয়ার গোলকিপার লোগান বেয়ি সেমসাইড গোল করে বসায় জয় হলো কাইজার্সলাউটার্ন'এরই৷ ম্যাচের পর বরুসিয়ার ক্যাপ্টেন ফিলিপ ডেমস দীর্ঘনিঃশ্বাস ফেলে বলেন, সত্যিই ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে৷ অন্যদিকে প্রতিদ্বন্দ্বীর ভুলের ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলো কাইজার্সলাউটার্ন৷ লিগ তালিকায় তাদের অবস্থাও তেমন ভালো নয়৷ যেমনটা ভালো নয় ব্রেমেন, স্টুটগার্ট, ফ্রাঙ্কফুর্ট, সেন্ট পাউলি ও ভল্ফসবুর্গের অবস্থানও৷ কোচ হিসেবে ফেলিক্স মাগাট আবার ভল্ফসবুর্গে ফিরে আসায় কিছুটা আশার আলো দেখা যাচ্ছে৷

কোচ হিসেবে ফেলিক্স মাগাট'এর ভাগ্য বেশ ভালো বলতে হবে৷ চুক্তি শেষ হওয়ার আগেই তাঁকে যেভাবে শালকে ছেড়ে কার্যত চলে যেতে হল, তার ফলে কোনো সংকটের মুখে তো পড়তে হলোই না, উল্টে পুরানো টিম ভল্ফসবুর্গ মাগাটকে আবার লুফে নিলো৷ এখানেই শেষ নয়৷ শুক্রবার শালকে ও মাগাট'এর মধ্যে আরও একটা বোঝাপড়া হয়েছে৷ আর্থিক ও অন্যান্য অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে পরস্পরকে দোষারোপ না করে দুই পক্ষই শান্তিপূর্ণভাবে বিরোধ মিটিয়ে ফেলেছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়