1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোলাম আযম ও টিক্কা খান বৈঠকের অডিও রেকর্ড সংগ্রহ

১ অক্টোবর ২০১০

একাত্তরে জামায়াত নেতা গোলাম আযম ও টিক্কা খানের মধ্যে বৈঠকের অডিও রেকর্ড সংগ্রহ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত দল৷ আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে একাত্তরে যুদ্ধাপরাধের তথ্য প্রমাণ৷

https://p.dw.com/p/PRhj
জামায়াত নেতা গোলাম আযম (ফাইল ফটো)ছবি: Harun Ur Rashid Swapan

আন্তর্জাতিক অপরাধ আইনে নানা ধরনের রিপোর্টিং, ডকুমেন্ট, ভিডিও চিত্র এবং ফটোগ্রাফ যুদ্ধাপরাধের স্বাক্ষ্য প্রমাণ হিসেবে গ্রহণ করার বিধান রয়েছে৷ তাই ভারত সহ বিশ্বের ১২টি দেশে চিঠি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সংগ্রহে থাকা একাত্তরের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের তথ্য-প্রমাণ পাঠানোর অনুরোধ করেছে৷ ইতিমধ্যেই কয়েকটি দেশ তাদের কাছে থাকা ডকুমেন্ট পাঠিয়েছে৷ এবং তা পাঠানো অব্যাহত আছে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন, ট্রাইবুন্যালের তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান৷

পাকিস্তান থেকেও তথ্য প্রমাণ আসছে৷ তবে তা সেখানকার সরকার নয় , পাঠাচ্ছেন মানবাধিকার কর্মীরা৷ রাজ্জাক খান জানান, একাত্তরে গভর্নর টিক্কা খান আর জামায়াত নেতা গোলাম আযমের সঙ্গে বৈঠকের আলোকচিত্র তাদের সংগ্রহে আছে৷ কিন্তু এবার তারা সংগ্রহ করেছেন টিক্কা খান ও গোলাম আযমের ওই বৈঠকের অডিও রেকর্ড৷ যা পাকিস্তানের মানবাধিকার কর্মীদের কাছে সংগ্রহ করা হয়েছে৷ তিনি জানান, মার্কিন ষ্টেট ডিপার্টমেন্ট থেকেও কিছু ডকুমেন্ট পাওয়া গেছে৷

রাজ্জাক খান জানান, একাত্তরে বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম বাংলাদেশে কাজ করেছে৷ তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে তথ্য প্রমাণের জন্য৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী