1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গোপন আদালতের নথিপত্র ধ্বংস করে ফেলা হয়েছে’

১ সেপ্টেম্বর ২০১০

কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া গোপন সমারিক আদালতের কাগজপত্র ধ্বংস করে ফেলা হয়েছে বলে দাবি করেছেন ওই একই আদালতে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ৷

https://p.dw.com/p/P1SZ
ছবি: AP

তিনি বলেছেন, জেনারেল জিয়া তাঁর অন্যায় বিচারের প্রমাণ মুছে ফেলতেই এ কাজ করেছেন৷

জেনারেল জিয়ার সময় কর্নেল তাহেরকে সামরিক আদালতে দেয়া ফাঁসির আদেশসহ ওই গোপন আদালতের কার্যক্রমের নথিপত্র আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টে জমা দিতে হবে৷ গত ২২শে আগষ্ট আদালত এ আদেশ দেন৷

গোপন বিচারের ওই নথিপত্রে কী আছে তা নিয়ে এখন জল্পনা-কল্পনা চললেও একই আদালতে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত মেজর জিয়াউদ্দিন আহমেদ বলেছেন সেই কাগজপত্র বাস্তবে নেই৷ মেজর জিয়াউদ্দিন ৫ বছর কারাগারে থাকার পর মুক্তি পেয়েছিলেন৷

তিনি ডয়চে ভেলেকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেল কর্তৃপক্ষ বা সেনা সদর দফতর কোথাও নথিপত্র পাওয়া যায়নি৷ তিনি দাবি করেন অন্যায় বিচারের প্রমাণ মুছে ফেলতেই জেনারেল জিয়া ও তাঁর সহযোগিরা দলিল-পত্র নষ্ট করে ফেলেছে৷ তাদের ভয় ছিল ভবিষ্যতে হয়তো কখনো এই প্রহসনের বিচার নিয়ে প্রশ্ন উঠতে পারে৷

মেজর জিয়াউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ছিলেন৷ কর্নেল তাহেরের সঙ্গে ৭ই নভেম্বর তিনিও সক্রিয় ছিলেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক