1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গেমার থেকে ব্যাটম্যান

৫ জানুয়ারি ২০১৭

ইংলিশম্যান জুলিয়ান চেকলে থাকেন আয়ারল্যান্ডে৷ পেশায় কস্টিউম ডিজাইনার কিন্তু নেশায় ব্যাটম্যান! মানে তিনি ব্যাটম্যান সেজে বন্ধুবান্ধবদের সঙ্গে ব্যাটম্যান গেম খেলতে ভালোবাসেন – বাস্তবে!

https://p.dw.com/p/2VJRJ
Köln Gamescom VR-Brille
ছবি: picture-alliance/dpa/O. Berg

আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের একটি শিল্পাঞ্চল৷ সেখানে ব্যাটম্যান অপরাধীদের তাড়া করে বেড়াচ্ছেন৷ অথবা অন্যভাবে বলতে গেলে: জুলিয়ান চেকলে তাঁর সঙ্গীসাথীদের সঙ্গে চোর-পুলিশ খেলছেন৷ জুলিয়ান বলেন, ‘‘৪৫ বছর বয়সে এই রাবারের স্যুট পরে দৌড়দৌড়ি করে বেড়াতে একটু বোকা-বোকাই লাগে৷ কিন্তু আমি বলব, এই সাজ পরলে যেন ক্ষমতা বেড়ে যায়৷ কাজেই এর ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে৷ আর স্যুটটাও ভীষণ গরম৷''

জুলিয়ান জাতে ইংরেজ৷ বাস্তব জীবনে কস্টিউম ডিজাইনার৷ কাজেই তিনি জানতেন যে, শুধু একটা কালো ড্রেস আর কেপ পরলেই ব্যাটম্যান হওয়া যায় না৷ আসল হিরোর মতো গ্যাজেটস থাকা চাই৷ বলতে কি, সাকুল্যে ২৩টা গ্যাজেট, যার মধ্যে একটি হলো একটি ম্যাগনেটিক ব্যাট ট্র্যাকার৷ ব্লুটুথ আর একটা পুরনো আইফোন দিয়ে আমাদের ব্যাটম্যান গাড়ি ফলো করতে পারেন৷

কস্টিউম ডিজাইনার যখন ব্যাটম্যান

এছাড়া এই ব্যাটম্যানের উর্দি থেকে গ্যাস স্প্রে করা যায়, যার ফলে শত্রু আর নড়তে-চড়তে পারে না৷ আর আছে একটি আলোর পিস্তল, যার ২,০০০ ওয়াটের আলো শত্রুর চোখ ধাঁধিয়ে দিতে পারে৷ জুলিয়ান জানালেন, ‘‘এই বন্দুকটা বানাতে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে সামনের দিকের এই ফ্ল্যাশবাল্বগুলো দিয়ে ২,০০০ ওয়াটের কারেন্ট পাঠাতে৷ সব কিছু অনেক ছোট করতে হয়েছে; এছাড়া এই বন্দুকে ঢোকার মতো ছোট একটা ছোট প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করতে হয়েছে৷''

সব কিছু শুরু হয়েছিল একটা ভিডিও গেম দিয়ে, যার দেখাদেখি একটা থ্রিডি মডেল বানানো হয়৷ আর্মারের নীচে যে কাপড়ের ড্রেসটি পরতে হয়, সেটাও ডিজাইন করেছেন চেকলে৷ তাঁর বন্ধু ও সহকর্মী কামিল ক্রাভচাক প্রধানত গ্যাজেটগুলোর বন্দোবস্ত করে থাকেন৷ কামিল স্পেশাল এফেক্টস ডিজাইনার৷ মুখোশ আর বডি-আর্মারের অধিকাংশ জুলিয়ান চেকলে-র ডিজাইন অনুযায়ী থ্রিডি-প্রিন্টারে তৈরি হয়েছে৷ তবে বেশ কিছু অংশ তিনি নিজের হাতে তৈরি করেছেন৷ যেমন ফাইবারগ্লাস দিয়ে বেল্টের বাকল্ বা রাবারের মাউথগার্ড৷ ঘণ্টার পর ঘণ্টা ধরে সেই কাজে সময় কাটিয়েছেন জুলিয়ান৷ অপরাধীদের ধরতে হলে স্মোক বম্ব খুব কাজে লাগে৷ এমন ২৩টি গ্যাজেটের দরুণ গিনেস বুক অফ রেকর্ডস-এর গেমার সংস্করণে স্থান পেয়েছেন জুলিয়ান৷

আক্সেল প্রিমাভেসি/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান