1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গেমস অ্যাপ কিনে এইডস রোগীদের সহায়তা করুন

জাহিদুল হক১ ডিসেম্বর ২০১৪

স্মার্টফোনে গেম খেলতে আমরা অনেকেই পছন্দ করি৷ যাঁরা আইফোন কিংবা আইপ্যাড ব্যবহার করেন, তাঁরা গেমস অ্যাপ কিনে এইডস রোগীদের সহায়তায় এগিয়ে আসতে পারেন৷

https://p.dw.com/p/1DxV3
Symbolbild AIDS Schleife auf schwarzem Hintergrund
ছবি: picture-alliance/dpa

অ্যাপল জানিয়েছে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি অ্যাপ বিক্রি থেকে যে আয় হবে সেটা ‘দি গ্লোবাল ফান্ড'-এর তহবিলে জমা দেয়া হবে৷ সংস্থাটি এইডস এর বিরুদ্ধে লড়ছে৷

অ্যাপগুলো মধ্যে কয়কেটি হলো ‘অ্যাংড়ি বার্ডস', ‘ক্ল্যাশ অফ ক্যানস', ‘ফার্মভিল', ‘ফিফা ১৫' এবং ‘কিম কার্দাশিয়ান হলিউড'৷

সোমবার (ডিসেম্বর ১) বিশ্ব এইডস দিবসের দিন অ্যাপলের অনলাইন শপ থেকে আয়ের একটা অংশও গ্লোবাল ফান্ড এর তহবিলে জমা দেয়া হবে বলে জানিয়েছে অ্যাপল৷

এদিকে, এইডস এর বিরুদ্ধে অনেকদিন ধরেই লড়ছেন ইউটু খ্যাত গায়ক বুনো৷ ২০০৬ সালে তিনি ‘প্রোডাক্ট (রেড)' নামে একটি কর্মসূচি শুরু করেন৷ অ্যাপলের নেয়া উদ্যোগটি বুনো-র কর্মসূচিরই একটি অংশ৷ জনপ্রিয় এই গায়ক বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে একটি ভিডিও তৈরি টুইটারে দিয়েছেন৷ সেটা রিটুইট করার মাধ্যমে যে কেউ এইডস রোগীর সেবায় এগিয়ে আসতে পারবেন বলে জানানো হয়েছে৷

ইউনিসেফ বলছে, আফ্রিকার কিশোরদের মৃত্যুর এক নম্বর কারণ এইডস৷ আর বিশ্বের হিসেবে সেটা আছে দুই নম্বরে৷

এইডসের বিরুদ্ধে লড়তে শিক্ষার প্রসার ঘটানো জরুরি বলে জানিয়েছে ইউনেস্কো৷

এইডসকে বাগে আনতে না পারলেও এর থাবা থেকে কিছুটা নিস্তার পাওয়ার ইঙ্গিত পেয়েছে জাতিসংঘের সংস্থা ইউএনএইডস৷ জুলাই মাসে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, গত দু বছরে বিশ্বে এইডস সংক্রমিত রোগীর সংখ্যা বাড়েনি৷

বাংলাদেশে বর্তমানে এইডস রোগীর সংখ্যা ১,২৯৯৷ পরিসংখ্যানটা অবশ্য ২০১৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সংগৃহীত৷ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নিজেই চলতি বছরের জুনে সংসদকে এই তথ্য জানিয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য