1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসাদ পুনর্নির্বাচিত

৫ জুন ২০১৪

গৃহযুদ্ধকবলিত সিরিয়ায় নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাশার আল-আসাদ, যে নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা৷

https://p.dw.com/p/1CCZz
Wahlen in Syrien Assad 03.06.2014
ছবি: Reuters/SANA

মঙ্গলবারের এ ভোটাভুটিতে কোনো শক্তিশালী বিরোধী পক্ষ না থাকায় আসাদের জয়ের বিষয়টি ছিল একপ্রকার নিশ্চিত৷ মূলত আসাদ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোট পড়েছে ৭৩.৪২ শতাংশ৷ এর মধ্যে আসাদ একাই ৮৮.৭ শতাংশ পেয়েছেন বলে স্পিকার মোহাম্মদ আল-লাহাম বুধবার পার্লামেন্টে জানান৷

সিরিয়ার গত ৫০ বছরের ইতিহাসে এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে একাধিক প্রার্থী অংশ নেন৷ অবশ্য বাকি দুই প্রার্থীর কেউই আসাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি৷ এর মধ্যে হাসান আল-নুরি পেয়েছেন ৪ দশমিক ৩ শতাংশ ভোট৷ আর মাহের হাজার পেয়েছেন মাত্র ৩ দশমিক ২ শতাংশ৷

ভোটের ফল প্রকাশের পর স্পিকার আল-লাহাম সিরিয়ার জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের মানুষ তাঁদের নেতা, তাঁদের ক্যাপ্টেনকে বেছে নিয়েছেন, যিঁনি সিরিয়াকে পৌঁছে দেবেন নিরাপদ বন্দরে৷

তাঁর এই ঘোষণার পর দামেস্কর রাস্তায় আসাদ সমর্থকদের ফাঁকা গুলি ছুড়ে সিরিয়ার পতাকা হাতে আনন্দ প্রকাশ করতে দেখা যায়৷ এ সময় স্লোগান শোনা যায় – আসাদ তুমি দীর্ঘজীবী হও৷

অন্যদিকে পূর্বাঞ্চলীয় দেইর ইজোর এলাকায় বিদ্রোহীদের মুখপাত্র ওমর আবু লেইলা বলেছেন, ‘‘সিরিয়ার জনগণ তাঁদের সিদ্ধান্ত আগেই জানিয়েছে এবং বিপ্লব চালিয়ে যাচ্ছে৷ তিন বছর পর এখন আর ফেরার পথ নেই৷ আমরা মুক্তি চাই, সুবিচার চাই, সেজন্য যত মূল্যই দিতে হোক না কেন৷''

৪৮ বছর বয়সি আসাদ ২০০০ সালে তাঁর বাবা হাফেজের কাছ থেকে সিরিয়ার ক্ষমতা নেন৷ তৃতীয় দফা নির্বাচনে জিতে আরো সাত বছরের জন্য ক্ষমতায় থাকার সাংবিধানিক অনুমোদন পেলেন তিনি৷

অবশ্য গৃহযুদ্ধের কারণে সিরিয়ার মোট আয়তনের মাত্র ৪০ শতাংশ এলাকায় এই ভোটাভুটির আয়োজন করতে পেরেছে দামেস্ক সরকার৷ মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট চলার কথা থাকলেও পরে ভোটগ্রহণের সময় পাঁচ ঘণ্টা বাড়িয়ে দেয়া হয়৷ মধ্যরাতে বলা হয়, প্রায় তিন চতুর্থাংশ ভোটার তাঁদের অধিকার প্রয়োগ করেছেন৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার এ নির্বাচনকে আখ্যায়িত করেছেন ‘অশ্বডিম্ব' হিসাবে৷ একই সঙ্গে আসাদের মিত্র ইরান, রাশিয়া ও লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের এ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি৷

আসাদকে উৎখাতের জন্য গত তিন বছর ধরে চলা গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন৷ উদ্বাস্তু হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ৷

জেকে/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য