গৃহকর্মী নির্যাতন নিয়ে প্রতিবেদন ভালো লেগেছে | পাঠক ভাবনা | DW | 29.10.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

গৃহকর্মী নির্যাতন নিয়ে প্রতিবেদন ভালো লেগেছে

‘‘ডিডাব্লিউ-র ওয়েবপেজে আরব আমিরাতে গৃহকর্মী নির্যাতন সম্পর্কে যে দুটি প্রতিবেদন পড়লাম, সেগুলো বেশ ভালো হয়েছে৷ আরব আমিরাতে গৃহকর্মী নির্যাতন ঘটনা নতুন নয়, অনেক বছর ধরেই তা চলে আসছে৷ কিন্তু এর যেন কোনো প্রতিকার নাই৷''

এভাবেই গৃহকর্মী নির্যাতন সম্পর্কে তাঁর ই-মেলটি শুরু করেছেন পাটালির মোর, নওগাঁ, বাংলাদেশ থেকে পাঠকবন্ধু দেওয়ান রফিকুল ইসলাম রানা৷ তিনি লিখেছেন, ‘‘আমার মনে হয়, যেসব দেশ গৃহকর্মী পাঠায় তারা এবং জাতিসংঘ একত্রে আরব আমিরাতে গৃহকর্মী নির্যাতন বন্ধ করার জন্য শক্ত অবস্থান নিলে প্রতিকার পাওয়া যাবে৷ তা না হলে আরব আমিরাতে গৃহকর্মী পাঠানো বন্ধ করতে হবে৷''

এবারের ই-মেলটি পাঠিয়েছেন পাঠক এমএ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ থেকে৷ তিনি লিখেছেন, ‘‘ইবোলা যখন সব সংবাদমাধ্যমের নজর কেড়েছে, ঠিক সেই মুহূর্তে ডয়চে ভেলে বাংলার বাংলাদেশের এইডস পরিস্থিতি নিয়ে রিপোর্টটি আমার দারুণ লেগেছে৷ এইডস-এর বর্তমান অবস্থা এবং এইডস প্রতিরোধে সরকারের পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর তৎপরতা নিয়ে প্রতিবেদন আমার সত্যিই ভালো লেগেছে৷ এ বিশেষ প্রতিবেদনের জন্য আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ দিচ্ছি৷''

এমএ বারিক আরো লিখেছেন, ‘‘আপনাদের সাথে আমার পথ চলা দীর্ঘ দিনের৷ তাই এ ধারা অব্যাহত রাখতে আমি নিয়মিতই আপনাদের আমার মতামত, পরামর্শ, সমালোচনা ইত্যাদি জানিয়ে ই-মেল পাঠাবো৷ কারণ ডয়চে ভেলে আমার হৃদয়ের একটা জায়গা দখল করে রয়েছে৷''

- ভাই বারিককে বলছি, আমরা আপনাদের সকলের পাঠানো মতামতের অপেক্ষায় থাকি৷ আপনাদের জন্যই আমাদের সকল আয়োজন৷ ধন্যবাদ দু'জনকেই৷ সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন