1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুয়ান্তানামোর ১৬ বন্দিকে ক্ষতিপূরণ দিল ব্রিটেন

১৭ নভেম্বর ২০১০

কিউবা’র গুয়ান্তানামো বে বন্দিশিবিরের ১৬ সাবেক বন্দিকে ক্ষতিপূরণ দিয়েছে ব্রিটিশ সরকার৷ বন্দিদের অভিযোগ ছিল, ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সহায়তায় তাদের উপর নির্যাতন চালানো হয়৷

https://p.dw.com/p/QAtS
গুয়ান্তানামো বন্দি শিবর থেকে মুক্তির পর বিনিয়াম (ফাইল ফটো)ছবি: AP

যারা পেলেন ক্ষতিপূরণ

গুয়ান্তানামো বে'র মার্কিন বন্দিশিবিরের সাবেক ১৬ বন্দিকে এই ক্ষতিপুরণ দিয়েছে যুক্তরাজ্য সরকার৷ অবশ্য বিবিসি দাবি করেছে, ক্ষতিপূরণের অর্থ প্রাপ্তদের মধ্যে অন্তত একজন এখনো গুয়ান্তানোমোতে বন্দি রয়েছেন৷ সে যাই হোক, এদের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ব্রিটিশ সরকার৷ তবে, বার্তা সংস্থাগুলো জানাচ্ছে, ক্ষতিপূরণপ্রাপ্ত বন্দিদের মধ্যে কয়েকজন ব্রিটিশ নাগরিক কিংবা ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসকারী রয়েছেন৷ তাদের মামলার প্রেক্ষিতে বিষয়টিকে আদালতের বাইরে সুরাহার সিদ্ধান্ত নেয় সরকার৷ মামলাকারীদের একজন বিনিয়াম মোহামেদ৷

Guantanamo Kuba Flash-Galerie
ব্রিটিশ গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে নির্যাতের শিকার হন কয়েক বন্দি (ফাইল ফটো)ছবি: AP

ইথিওপিয়ান বংশোদ্ভুত বিনিয়াম

বিনিয়ামকে ২০০২ সালে পাকিস্তান থেকে আটক করা হয়৷ এরপর তাকে মরোক্কো এবং আফগানিস্তানে নেয়া হয়৷ বিনিয়াম অভিযোগ করেন, এসব জায়গায় নিয়ে তাঁর উপর অত্যাচার চালায় বন্দিশিবিরের কর্তারা৷ সেই অত্যাচার চালানো হয়েছিল ব্রিটিশ গোয়েন্দাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে৷ ২০০৯ সালের শুরুর দিকে কিউবার বন্দিশিবির থেকে রেহাই পান বিনিয়াম৷

আরও নাম

বিশার আল-রাভি, জামিল আল-বেন্না, রিচার্ড বেলমার, ওমর দিঘাই এবং মার্টিন মুবাংগাসহ কয়েক সাবেক বন্দির নাম শোনা যাচ্ছে৷ এরাসহ মোট ১৬ জন কয়েক মিলিয়ন ইউরো ক্ষতিপুরণ পেয়েছেন৷ তবে টাকার সঠিক অংকটা কেউ নিশ্চিত করতে পারেনি৷ বিবিসি অবশ্য জানিয়েছে, সাকুল্যে ক্ষতিপুরণের পরিমাণ ৫ মিলিয়ন পাউন্ডের বেশি৷

আদালতের বাইরে সুরাহা

ধারণা করা হচ্ছে, দীর্ঘ ও ব্যয়বহুল মামলা প্রক্রিয়া এড়াতে আদালতের বাইরে বিষয়টি সুরাহার সিদ্ধান্ত নেয় সরকার৷ তাছাড়া অভিযোগকারীরা আঙুল তুলেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর উপর৷ তাই, জনসমক্ষে এই বিচার চলতে থাকলে গোয়েন্দা সংস্থাগুলোর অনেক গোপন নথি প্রকাশের আশঙ্কা ছিল৷ মোটের ওপর, পুরো প্রক্রিয়ায় খরচ হতো ৩০ থেকে ৫০ মিলিয়ন পাউন্ড৷ সরকার তাই, সবদিক বিবেচনায় আদালতেই বাইরেই সুরাহায় যায়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য