1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গায়ে পেট্রোল ঢালার আগেই পালান চালক

১৩ অক্টোবর ২০১০

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়া নিয়ে সৃষ্ট সহিংসায় প্রাণ হারিয়েছে কমপক্ষে পাঁচজন, বেঁচে গেছেন ট্রেন চালক৷ রয়েছে তুরাগে ডুবে যাওয়া বাস উদ্ধারের খবর৷ আর চট্টগ্রাম নৌ বন্দরের অচলাবস্থা নিয়ে প্রতিবেদন৷

https://p.dw.com/p/Pd2k
সোমবার সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারায় পাঁচজন (ফাইল ফটো)ছবি: AP

রক্ষা পেলেন ট্রেন চালক, আসামি ৯৫০০

‘যেভাবে রক্ষা পেলেন ট্রেনচালক' - শিরোনাম দৈনিক কালের কন্ঠের৷ সিরাজগঞ্জে সোমবার বিরোধী নেত্রীর জনসভার কাছে ট্রেন কাটা পড়ে প্রাণ হারায় কমপক্ষে পাঁচজন৷ এই ঘটনায় ট্রেনটিকে জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জণগন৷ ট্রেনের চালককে গণপিটুনির পর পেট্রল দিয়ে জ্বালিয়ে দেয়ার প্রস্তুতি নিয়ে উত্তেজিতরা৷ কিন্তু তখনই কয়েক সাহসী যুবক ট্রেন চালককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়৷ একই বিষয়ে দৈনিক সমকালের শিরোনাম, ‘আসামি ৯৫০০'৷ ট্রেনে কাটা পড়া নিয়ে সৃষ্ট সহিংস ঘটনায় সাড়ে নয় হাজার জনকে আসামি করে ছয়টি মামলা হয়েছে৷

সাভারে বাসডুবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘বাস তীরে, নিখোঁজদের সন্ধান স্থগিত'৷ দুর্ঘটনার ৫৪ ঘন্টা পর তুরাগ নদী থেকে উদ্ধার করা বাসটি তীরে আনা হয়েছে৷ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১১৷ তবে নিখোঁজ অন্যদের সন্ধান মঙ্গলবার স্থগিত রাখে উদ্ধারকারী দল৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘৫৪ ঘন্টা পর বাসটি উদ্ধার'৷ আরো নয়টি লাশ পাওয়া গেছে, অনেকে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে৷

চট্টগ্রাম নৌ বন্দর

দৈনিক ইত্তেফাকের মূল শিরোনাম, ‘বন্দরে শ্রমিকদের তাণ্ডব'৷ চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে৷ ফলে প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা৷ এদিকে, নৌপরিবহনমন্ত্রী সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ তবে এখনো কোন অগ্রগতির খবর পাওয়া যায়নি৷ দৈনিক যুগান্তর এই বিষয়ে জানাচ্ছে, ‘নৈরাজ্যের কবলে চট্টগ্রাম বন্দর: পাঁচ দিনে ক্ষতি হাজার কোটি টাকা'৷

গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

‘কলাবাগানে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু' - বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানাচ্ছে এই খবর৷ ১৩ বছর বয়সি লিমা কলাবাগানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক কর্মকর্তার বাসায় কাজ করতেন৷ মঙ্গলবার সকালে নাকি গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া গেছে তাকে৷ রাতে লাশ উদ্ধার করেছে পুলিশ৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার