1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গার্মেন্টস শ্রমিকদের ব্যাপক ভাঙচুর আশুলিয়ায়

৩১ জুলাই ২০১০

নতুন মজুরি কাঠামোর প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ-ভাঙচুরের পর শ্রমিকরা শনিবার সাভারের আশুলিয়ার জামগড় এলাকায় বিক্ষোভ ও ভাঙচুর করেছে৷ তারা বিজিএমইএ’র সভাপতির গার্মেন্টসসহ ৬/৭টি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালায়৷

https://p.dw.com/p/OZ1u
নতুন মজুরি কাঠামোর প্রতিবাদে বিক্ষোভ-ভাঙচুর (ফাইল ফটো)ছবি: AP

সকাল ১১ টার দিকে এই পরিস্থিতি শুরু হয়ে চলতে থাকে দুপুর পর্যন্ত৷ এসময় ঢাকা-আশুলিয়া হয়ে বাইপাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷ বিক্ষোভরত শ্রমিকরা নভেম্বর নয় এখনই নতুন মজুরি বাস্তবায়নের দাবি জানিয়েছেন৷ আর তাঁদের দাবি ৩ হাজার নয় , সর্বনিম্ন মজুরি দিতে হবে ন্যুনতম ৫ হাজার টাকা৷

পুলিশ শ্রমিকদের নিবৃত্ত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়৷ সংঘর্ষে পুলিশ সুপারসহ উভয়পক্ষের দু'শতাধিক আহত হয়েছেন৷ আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান দাবি করেন, একটি মহল পিছন থেকে শ্রমিকদের ভাঙচুরে ইন্ধন দিচ্ছে৷

আশুলিয়া ছাড়াও নারায়নগঞ্জে শ্রমিকরা সড়ক অবরোধ করে৷ মালিকপক্ষ আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়৷ এই ঘটনায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই'র সভাপতি সালাম মুর্শেদী সরকারের কাছে পোশাক শিল্পের নিরাপত্তা দাবি করেছেন৷ তিনি ভাঙচুরের ঘটনাকে ‘সংঘবদ্ধ অপরাধ' হিসেবে অভিহিত করেছেন৷

জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক রায় রমেশ চন্দ্র শ্রমিকদের নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে গিয়ে ভাঙচুর করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন৷ তিনি বলেন, এই ভাঙচুরের ঘটনায় শ্রমিক এবং পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবে৷

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি পোশাক শিল্পে অরাজকতা ও ভাঙচুরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন৷ তিনি শ্রমিকদের নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে কাজে মনযোগী হওয়ার আহবান জানান৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়