1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্যাঙ্গো নাচলেন ওবামা

২৫ মার্চ ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে গান গাইতে পারেন, সেটা তো আমরা সকলেই জানি৷ কেন? গান গেয়ে আগেই তো তিনি সংবাদ শিরোনামে এসেছেন৷ তাই বলে নাচ? তাও আবার একেবারে ট্যাঙ্গো? হ্যাঁ, আর্জেন্টিনা সফরে এমন ভেল্কিই দেখিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/1IJca
আর্জেন্টিনায় বারাক ওবামা
ছবি: Reuters/C. Barria

বিশ্বাস হচ্ছে না? তাহলে একটিবারের জন্য নীচের ভিডিওতে ক্লিক করুন৷ তাহলেই বুঝবেন কী বলছি৷

কিউবায় ঐতিহাসিক সফর শেষে বুধবার সপরিবারে আর্জন্টিনা সফরে যান ওবামা৷ রাতে তাঁদের সম্মানে বুয়েনস আইরেসের কেন্দ্রীয় সংস্কৃতি কেন্দ্রে নৈশভোজের আয়োজন করেন খোদ আর্জেন্টিনার প্রেসিডেন্ট৷ আর সেখানে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ট্যাঙ্গো নাচে মেতেছিলেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই প্রেসিডেন্ট৷

বার্তা সংস্থা এপি এবং রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায় যে, ওবামা দম্পতির টেবিলের সামনে একটা খালি জায়গায় ট্যাঙ্গো পরিবেশন করছিলেন এক নারী-পুরুষ জুটি৷ তারপর এক পর্যায়ে নারী শিল্পী এগিয়ে এসে হাত বাড়িয়ে ওবামাকে নাচার আমন্ত্রণ জানান৷ কয়েকবার সেই আবেদন প্রত্যাখ্যান করার পর অবশেষে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান ওবামা, এগিয়ে যান আর পা মিলিয়ে নাচতে শুরু করেন ট্যাঙ্গো৷ এ অবস্থায় অবশ্য বসে থাকতে পারেননি ফার্স্ট লেডি মিশেল ওবামাও৷ মুহূর্তের মধ্যে ডান্স-ফ্লোরে যোগ দেন তিনিও, সঙ্গে পুরুষ শিল্পীটিকে নিয়ে৷

বলা বাহুল্য, ওবামা দম্পতির আকস্মিক এই ট্যাঙ্গো নাচ মুগ্ধ করেছে উপস্থিত সবাইকেই৷ তা আপনি কি ভিডিওটা দেখেছেন? আমার তো মনে হয়, প্রথমে খানিকটা আড়ষ্টতা থাকলেও বেশ ভালোই নেচেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ আপনি কী বলেন?

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য