1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গল্ফ বিশ্বে নতুন রাজা লি ওয়েস্টউড

১ নভেম্বর ২০১০

দীর্ঘ ৮১ সপ্তাহ ধরে গল্ফ জগতের শীর্ষে ছিল টাইগার উডসের নাম৷ তবে তাঁর সেই সাম্রাজ্য এবার হাতছাড়া হলো আরেক উডের কাছে৷ তিনি লি ওয়েস্টউড৷ ইংল্যান্ডের গল্ফার তিনি৷ গল্ফের জগতে তিনিই এখন এক নম্বর খেলোয়াড়৷

https://p.dw.com/p/PvDD
Martin Kaymer of Germany
একটুর জন্য শীর্ষে যেতে পারলেন না জার্মানির মার্টিন কেমারছবি: AP

একদিকে টাইগার উডসের পড়তি ফর্ম, তাই শীর্ষ গল্ফার হওয়ার এই দৌড়ে ছিল আরও কয়েকজন৷ তার মধ্যে বিশেষভাবে উল্লেখ করা যায় জার্মানির মার্টিন কেমারের কথা৷ কিন্তু এখন চলছে ইউরোপিয়ান ট্যুর৷ সেখানে খুব সুবিধা করতে পারেননি সম্প্রতি ইউএস পিজিএ চ্যাম্পিয়ন মার্কিন কেমার৷ চতুর্থ রাউন্ড শেষে সাত নম্বরে অবস্থান তাঁর৷ তাই সার্বিক পারফরমেন্সের পয়েন্ট বেশি হওয়ায় গল্ফের সেরা জায়গাটি এখন ইংল্যান্ডের লি ওয়েস্টউডের কাছে৷

তবে খুব বেশি খুশি হওয়ার কোন কারণ তাঁর নেই৷ কারণ যাকে হটিয়ে এখন তিনি সেরা, সেই টাইগার উডসকেই সামনে পাচ্ছেন তিনি দিন কয়েকের মধ্যে৷ শাংহাইয়ে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে কেবল টাউগার উডস থাকছেন না, থাকছেন মার্টিন কেমারও৷ তাই গল্ফে শীর্ষে থাকার লড়াইটা আর কয়েকদিনের মধ্যেই যে বেশ জমে উঠতে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়