1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গলফ খেলে কোটিপতি বাংলাদেশের সিদ্দিকুর

১৯ নভেম্বর ২০১০

গলফ এর আন্তর্জাতিক ভূবনে বাংলাদেশের পদচারণা খুবই অল্প দিনের৷ কিন্তু এই অল্প সময়ের মধ্যেই বাংলাদেশি খেলোয়াড় সিদ্দিকুর রহমান একের পর এক ভালো ফলাফল করে স্কোরে নিজের নাম তুলে নিচ্ছেন প্রথম দিকে৷

https://p.dw.com/p/QDBI
ছবি: AP

বার্কলে'স সিঙ্গাপুর ওপেনে ২৫তম স্থান নিয়ে খেলা শেষ করলেন সিদ্দিকুর এই তো দিন চারেক আগে৷ আর সেই আসরের পর তিনি দেশে নয়, সরাসরি বিমান ধরেছেন হংকং-এর৷ সেখানে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ইউবিএস হংকং ওপেন৷ আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে এই খেলা৷ আড়াই মিলিয়ন ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতা৷ এই আসরে নিজের যোগ্যতাকে ফুটিয়ে তুলতে চান সিদ্দিকুর৷

সপ্তাহের শুরুতে বার্কলে'স সিঙ্গাপুর ওপেনের প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে ভালো খেলে ৬৪তম স্থান থেকে অনেকটা লাফ দিয়েই ২৫তম স্থানে ওঠেন তিনি৷ যার ফলশ্রুতিতে বাংলাদেশী টাকায় ৪২ লাখ টাকা অর্থ পুরস্কার পান তিনি৷

সিঙ্গাপুরের স্যান্তোসা কোর্সে সিদ্দিকুর যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে সাধুবাদ জানিয়েছেন গলফ বিশেষজ্ঞ এবং সাংবাদিকরা৷ বিশেষ করে বেশকিছু অসাধারণ কৌশল তাঁকে অন্য সবার চেয়ে আলাদাভাবে চিনিয়েছে৷ ২৫তম হলেও এশিয়ায় শীর্ষ ১০ জনের মধ্যেই রয়েছেন তিনি৷ সিঙ্গাপুর ওপেনে শীর্ষ ৩০ জনের মধ্যে এশিয়ার খুব কমই তারকা রয়েছেন৷ শেষ দিনে ৭টি হোল খেলার কথা ছিল সিদ্দিকের৷ এর মধ্যে চতুর্থ হোল খেলেই শেষ রাউন্ড শেষ করেন তিনি৷ অর্থ পুরস্কার পাবার পর সিদ্দিক বলেছিলেন, তিনি কখনও পুরস্কারের জন্য খেলেন না৷ দেশের সম্মান তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য৷' সিঙ্গাপুর ওপেন নিয়ে চলতি বছরে এ পর্যন্ত বিভিন্ন টুর্নামেন্ট থেকে সিদ্দিকুর জিতেছেন ৩ লাখ ৯২ হাজার ৪৯.৫৭ ডলার (প্রায় সোয়া ২ কোটি টাকা)৷

আগামী বছর আমেরিকা কোয়ালিফাইং স্কুল গলফ টুর্নামেন্টে খেলবেন সিদ্দিকুর রহমান৷ এবার তাঁর স্বপ্ন আমেরিকা গলফ ওপেনের দুই বারের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার নাগরিক রিটিফ গোসেন ও এশিয়ার সেরা গলফার কোরিয়ার ইয়াংয়ের সঙ্গে খেলার৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য