1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরুর মাংস রফতানি কমে গেছে

৩ সেপ্টেম্বর ২০১০

অ্যানথ্রাক্স আক্রান্ত গবাদি পশু বিশেষ করে গরু থেকে মানুষের দেহে অ্যানথ্রাক্স জীবানু ছড়ায়৷ ফলে গরুর মাংসের চাহিদা এখন একটু কম৷ রাজধানীর কসাই খানায় গরু জবাই কমেছে৷ দামও হ্রাস পেয়েছে কিছুটা৷

https://p.dw.com/p/P35e
অ্যানথ্রাক্স আতঙ্কে গরুর মাংসের রফতানি কমে গেছেছবি: AP

এর নেতিবাচক প্রভাব পড়েছে গরুর মাংস রফতানির ওপর৷ বিদেশে বাংলাদেশের হালাল মাংসের বাজার তেমন বড় না হলেও এই খাতে রফতানি করছে বেঙ্গল মিটসহ কয়েকটি প্রতিষ্ঠান৷

গত অর্থবছরে সৌদি আরব, কুয়েত এবং দুবাইসহ মধ্যপ্রাচ্যের ৭টি দেশে সাত কোটি মার্কিন ডলারের খাসি ও গরুর মাংস রফতানি করে বেঙ্গল মিট৷ আগামী বছরে তাদের লক্ষ্য ১৫ কোটি মার্কিন ডলার৷ তবে প্রতিষ্ঠানটির পরিচালক লীনা জামান জানান, অ্যানথ্রাক্স আতঙ্কের কারণে ওই লক্ষ্য পূরণ নাও হতে পারে৷ ইতিমধ্যেই রফতানি ১০ শতাংশ কমে গেছে৷ তিনি এজন্য গবাদী পশু জবাই আইনের প্রয়োগ এবং রোগমুক্ত গবাদী পশু জোন স্থাপনের দাবি জানান৷ তা সম্ভব হলে বাংলাদেশের বাজার ১০০ কোটি মার্কিন ডলারে যেতে বেশি সময় লাগবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম