1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরীবরাই আগে ব্যবহার করছে উন্নত প্রযুক্তি

৪ জুলাই ২০১০

উন্নত প্রযুক্তি সবার আগে ব্যবহার করবে ধনীরা৷ এটাই স্বাভাবিক৷ কারণ উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য যে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে, গরীব লোকেরা তা পাবে কোথায়?

https://p.dw.com/p/OANb
একটি কনভার্টার বক্সছবি: AP

তবে এর বিপরীত ঘটনা ঘটছে এখন আর্জেন্টিনায়৷ কারণ এবারের বিশ্বকাপ ফুটবল যেদিন শুরু হলো ঠিক তার আগ থেকে সেদেশের সরকার দরিদ্রদের মাঝে বিনামূল্যে ‘কনভার্টার বক্স' দেয়া শুরু করেছে৷ অ্যানালগ টিভিকে ডিজিটাল টিভিতে পরিণত করতে দরকার হয় এই বক্সের৷

বিশ্বে বর্তমানে চলছে ডিজিটাল টিভির যুগ৷ উন্নত ছবি আর শব্দের কারণে সবাই এখন ছুটছে এর পেছনে৷ তবে এই ধারা শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি৷ এখনো সাধারণত ধনীদের মাঝেই সীমিত আছে এর ব্যবহার৷

আর্জেন্টিনার সরকার এ বছরের মধ্যেই ১২ লক্ষ কনভার্টার বিতরণের পরিকল্পনা করেছে৷ একেকটি কনভার্টারের বাজার মূল্য প্রায় ১৮০ ডলার৷ সে হিসেবে এর জন্য সরকারের ব্যয় হবে প্রায় ১৬০ কোটি ডলার৷

রাজধানী বুয়েনস আইরেসের দক্ষিণে যেখানে সবচেয়ে গরীব লোকের বাস সেখানেই প্রথমে দেয়া হয়েছে এই কনভার্টার৷

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানি সহ বিশ্বের আরও কয়েকটি দেশে ইতিমধ্যে অ্যানালগ টিভির যুগ শেষ হয়েছে৷ সেখানে অ্যানালগ সিস্টেমে আর টিভি অনুষ্ঠান প্রচারিত হচ্ছেনা৷ এদিকে ক্যানাডা ও জাপান আগামী বছরে, ইংল্যান্ড ২০১২ সালে ও অস্ট্রেলিয়া ২০১৩ সালে অ্যানালগ সম্প্রচার বন্ধের সর্বশেষ সময়সীমা নির্ধারণ করেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম