1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরমের মধ্যে মধ্যপ্রাচ্যে ফুটবল খেলা পাগলামি: লাম

৪ জানুয়ারি ২০১১

গত বছরের বিশ্বকাপ ফুটবলে জার্মান দলের অধিনায়ক ফিলিপ লাম বলেছেন, ২০২২ সালের গ্রীষ্মকালে কাতারে অনুষ্ঠেয় টুর্নামেন্টের বিপক্ষে তিনি৷ তিনি বলেন, এতো বেশি তাপমাত্রার মধ্যে খেলা পাগলামি৷

https://p.dw.com/p/ztC5
ফিলিপ লামছবি: DW

দোহায় জার্মান স্পোর্টস নিউজ এজেন্সি এসআইডি-কে লাম বলেন, ‘‘একজন সক্রিয় খেলোয়াড় হিসেবে সেখানে আমাকে খেলতে হবে না সেইজন্যে আমি খুশি৷'' লামের ক্লাব বার্য়ার্ন মিউনিখ দোহায় মধ্য মৌসুম প্রশিক্ষণ শিবিরে অংশ নিচ্ছে৷

লাম বলেন, ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রারও বেশি গরমের মধ্যে খেলা কোন মজার বিষয় না৷ এটা এক অকল্পনীয় ব্যাপার৷ লাম ২০০৯ সালে জার্মানির হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেন৷ তিনি বলেন, রাতেও সেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং সেখানে আদ্রতাও থাকে খুব বেশি৷ লাম বলেন, এটি ছিল অত্যন্ত শ্রান্তিকর এবং পাগলামি৷

গরমকালে বিশ্বকাপ আয়োজন করতে হবে সেটা জেনেই আয়োজক হতে আবেদন করেছিল কাতার৷ এবং এজন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল দেশটি৷

এদিকে উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাটিনি এবং ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারসহ ফুটবলের শীর্ষ ব্যক্তিরা শীতে বিশ্বকাপ অনুষ্ঠান আয়োজনে তাদের সমর্থন দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: জাহিদুল হক