1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গত বছরের দুঃসহ স্মৃতি ভুলতে চায় জিম্বাবোয়ে

১২ ডিসেম্বর ২০১০

নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে আকাশে উড়তে থাকা বাংলাদেশকে প্রথম ম্যাচে হারিয়ে মাটিতে নামিয়ে এনেছিলো জিম্বাবোয়ে৷ তবে পরের দুটি ম্যাচ হেরে এখন সিরিজ পরাজয় ঠেকাতে ব্যস্ত তারা৷ তবে তাদের তাড়া করছে গত বছরের এক দুঃসহ অভিজ্ঞতা৷

https://p.dw.com/p/QWDq
ছবি: AP

গত বছরের নভেম্বর মাসে এই চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামেই মাত্র ৪৪ রানে অল আউট হয়ে গিয়েছিল জিম্বাবোয়ে৷ প্রতিপক্ষ ছিল আজকের এই বাংলাদেশ৷ নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এত কম রানে অলআউট হয়ে যাওয়ার লজ্জা তারা আজ দূর করতে চায় বাংলাদেশকে হারিয়ে৷ পাশাপাশি সিরিজ পরাজয় ঠেকানোটাও তাদের লক্ষ্য৷ গত বছরের সফরে দলের নেতৃত্ব ছিল মাসাকাদজার হাতে৷ এবার অধিনায়ক এলটন চিগুম্বুরা৷ শনিবার অনুশীলনের ফাঁকেই তিনি বললেন, বাংলাদেশের দলটি আগের চেয়ে অনেক শক্তিশালী৷ কিন্তু এমন তো নয় যে আমরা তাদের হারাইনি৷ গত বছরের সেই স্মৃতি ভুলে আজকের ম্যাচের আগে আত্মবিশ্বাস জোগানোর চেষ্টা করলেন জিম্বাবোয়ের অধিনায়ক৷

অন্যদিকে বাংলাদেশ শিবিরের খবর কি? ধারাবাহিক সাফল্যের মাঝে সিরিজের প্রথম ম্যাচে কিছুটা খেই হারিয়ে ফেলেছিল টাইগাররা৷ কিন্তু ব্যাক টু দ্যা রাইট ট্র্যাক, যার প্রমাণ সিরিজের পরের দুটি ম্যাচে৷ তবে চতুর্থ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় একটি সুযোগ হাতছাড়া হলো সাকিব মাশরাফিদের৷ ওই ম্যাচে জিতলে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসির ওয়ানডে তালিকায় আরও এক ধাপ এগিয়ে অষ্টম অবস্থানে চলে যেতে পারতো টাইগাররা৷ তাছাড়া স্পিনার আব্দুর রাজ্জাকেরও একটি বিশ্বরেকর্ডের সম্ভাবনা ছিল৷ যাই হোক সিরিজ জেতাটাই এখন সবেচেয়ে বড় লক্ষ্য৷ কারণ আর কিছুদিন পর বিশ্বকাপ ক্রিকেট৷ তার আগে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাটাই সবেচেয়ে বেশি জরুরি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম