1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খেলাধুলো মানে শুধু ফুটবল নয়

৮ মার্চ ২০১০

বিশ্ব এগোচ্ছে বিশ্বকাপের দিকে, মানে ফুটবল বিশ্বকাপ৷ অথচ এই মুহূর্তেই চলেছে টেনিসে ডেভিস কাপ, হকিতে বিশ্বকাপ এবং স্পীড স্কেটিং-এ নিছক ডোপিং কেলেঙ্কারি৷

https://p.dw.com/p/MMZS
মস্কোয় ট্রেনিং সেসনে সোমদেব দেববর্মনছবি: AP

ঘটনাটা ঘটল মস্কোয়৷ রবিবার ভারত ডেভিস কাপের বাছাই ওয়ার্ল্ড গ্রুপ থেকে বিদায় নিল৷ ১৯৯৮ সাল যাবৎ ভারত এই প্রথম ওয়ার্ল্ড গ্রুপে খেলছিল৷ কিন্তু বিশ্বতালিকায় ১২৮ নম্বর খেলোয়াড়, ভারতের সোমদেব দেববর্মনের পক্ষে বিশ্বতালিকার ১৩ নম্বর খেলোয়াড়, রাশিয়ার মিখাইল ইয়ুঝনি'র ধাক্কা সামলানো সম্ভব হয়নি৷ রবিবারের পালটা সিংগলসে দেববর্মন ইয়ুঝনির কাছে হারে ২-৬, ১-৬ এবং ৩-৬ গেমে৷ এর জন্য সোমদেবের দুর্বল সেকেন্ড সার্ভ কতোটা দায়ী, তা বুঝবেন সমঝদারেরা৷ যাই হোক, এই খেলাটির পরে ৩-১ ম্যাচে এগিয়ে থাকা রুশীরা ইগর কুনিটশিন-এর বদলে তৈমুরাজ গাবাশিভিলি'কে নামায় - কাজেই বিশ্বতালিকার ৪১৬ নম্বর খেলোয়াড়, ভারতের রোহন বোপান্না দারুণ খেলে তাঁর চাইতে ৩১০টি পজিশন ওপরের একজন প্লেয়ারকে হারানোর সুযোগ পান৷ জার্মানির ‘বুম-বুম-বেকার'-এর মতো বোপান্নাও তাঁর কামানের গোলা মতো ফার্স্ট সার্ভের জন্য স্বদেশে ‘বফর্স' ডাকনাম পেয়েছেন৷

‘গ্রীষ্মকালীন' হকি

Hockey Weltmeisterschaft Indien
নতুনদিল্লীর ইন্ডিয়া গেটের সামনে বারোটি দেশের হকি ক্যাপ্টেনছবি: AP

ভারতের রাজধানী নতুনদিল্লীতে চলেছে ফিল্ড হকির বিশ্বকাপ৷ ফিল্ড হকি বললাম এই কারণে কেননা মাত্র কিছুদিন আগে দুনিয়া শীতকালীন অলিম্পিক্সে আইস হকি নিয়ে মাতামাতি করছিল৷ কাজেই বলা যেতে পারে ‘গ্রীষ্মকালীন' হকিতে মাতামাতি করার মতো ফর্ম এখন নেদারল্যান্ডসের৷ ফলে গতবারের এবং তার আগের বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে রবিবার ২-২ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়৷ নতুনদিল্লীর ধ্যানচাঁদ জাতীয় হকি স্টেডিয়ামে পুল ‘এ'-র ম্যাচটিতে ওলন্দাজরাই প্রথম ভাউটার জোলি'র পেনাল্টি কর্নার থেকে করা গোলে এগিয়ে যায়৷ এটা ছিল ২৩ মিনিটের মাথায়৷ দ্বিতীয়ার্ধে জার্মানির হয়ে পর পর গোল করেন অলিভার কর্ন এবং ইয়ান মার্কো-মোন্টাগ৷ কিন্তু শেষরক্ষা হয় না, কেননা ওলন্দাজ স্কিপার টয়েন ডে নোইজের ৬৫ মিনিটের মাথায় ইকোয়ালাইজারটির ব্যবস্থা করেন৷ যাই হোক, উভয় দলই সেমিফাইনালের দৌড়ে বজায় থাকছে৷

‘রেটিকুলোলাইটস'

Eisläuferin Claudia Pechstein
ক্লাউডিয়া পেশস্টাইন, যাঁকে নিয়ে বিতর্কছবি: AP

জার্মানিতে ডোপিং ব্যাপারটি খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া হয়৷ তার আরো একটি প্রমাণ: পাঁচবারের স্পীড স্কেটিং মেডালিস্ট ক্লাডিয়া পেশস্টাইনের বাড়িতে পুলিশি তল্লাশি, যা ঘটে গত বৃহস্পতিবার৷ এছাড়া পুলিশ শুক্রবার মিউনিখে জার্মান স্পীড স্কেটিং সমিতির কার্যালয় সহ আরো ২০টি জায়গায় তল্লাশি চালায়৷ ফেডারাল অপরাধ দপ্তর জানিয়েছে যে সমিতির একাধিক সদস্য, কিছু এ্যাথলীট এবং এক ডাক্তারের সার্জারির বিরুদ্ধেও নাকি তদন্ত চলেছে৷ মনে রাখা দরকার, বিশ্ব স্কেটিং সংগঠন আইএসইউ ক্লাডিয়া পেশস্টাইন'কে তাঁর রক্তে মাত্রাধিক উচ্চ পরিমাণ ‘রেটিকুলোলাইটস' বা অপক্ক লোহিত রক্তকণিকা পাওয়া যাওয়ার দায়ে দু'বছরের জন্য সাসপেন্ড করেছে৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই