1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খেদিরা আর রেয়াল, জমবে কী কম্বিনেশন

৩১ জুলাই ২০১০

সামি খেদিরা আর রেয়াল মাদ্রিদ৷ কতটা জমবে ব্যাপরাটা? প্রশ্ন উঠছে৷ রেয়াল ফ্যানেরা রিয়ালি দ্বিধাবিভক্ত৷ জানা গেছে ‘মারকা’র অনলাইন জরিপে৷ খেদিরা, মানে বিশ্বকাপে জার্মানির তারকা স্ট্রাইকার৷ মোক্ষম সময়ে গোল করে যান হাসতে হাসতে৷

https://p.dw.com/p/OYx2
সামি খেদিরা রেয়ালে খেলতে চলে গেছেনছবি: picture-alliance/dpa/DW

সামি খেদিরা রেয়ালে খেলতে চলে গেছেন এটা আর নতুন খবর নয়৷ সামি গেলেন স্টুটগার্ট থেকে৷ ছিলেন নদীতে এবার বড় সমুদ্র৷ ঝকঝকে ক্লাব৷ আন্তর্জাতিক নামডাক৷ তেইশ বছরের স্ট্রাইকার খেদিরার জন্য স্টুটগার্টকে রেয়াল দিয়েছে মোট বারো মিলিয়ন ইউরো৷ সেই হিসেবে কমই বলা যায়৷ কারণ, রেয়ালের কোচ খোসে মোরিনহো সাফ বলেছেন, দলকে তাগড়া করতে চাই উঠতি তরুণ প্রতিভাবান ফুটবলার৷ তাই তাঁর পছন্দ সার্গিও কেনেলস, পেদ্রো লেয়ঁ, এঞ্জেল দি মারিয়া এবং অবশ্যই সামি খেদিরা৷ যাদের তেমন নামডাক নেই৷ কিন্তু, প্রত্যেকেই উঠতি খেলোয়াড়, প্রতিভাবান, তরুণ এবং দামে বেশ শস্তা৷ সুতরাং কোচ মোরিনহো এদেরকেই চান৷

Flash-Galerie Fußball WM 2010 Südafrika Achtelfinale Deutschland vs England
বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে খেদিরাছবি: AP

কোচ চাইলেও সমর্থকরা তা আবার চান না৷ তাঁরা চান নামজাদা সব নাম৷ যেমন ক্রিস্চিয়ানো রোনাল্ডো, কাকা কিংবা কারিম বেঞ্জেমা৷ যাঁদের ক্লাবে যোগ দেওয়া দেখতে লাখ লাখ সমর্থক মহোল্লাসে ভিড় জমিয়েছিল বার্নাবেউ স্টেডিয়ামে৷ স্পেনের খেলাধুলার দৈনিক মারকা পত্রিকা তাই তাদের অনলাইনে জরিপ নিয়েছিল খেদিরার গৃহপ্রবেশ মানে রেয়ালে প্রবেশ উপলক্ষ্যে৷ তাতে কিন্তু সাফ বোঝা গেছে প্রায় দ্বিধাবিভক্ত রেয়ালের কয়েক লক্ষ সমর্থক৷ তাদের মধ্যে ৫৩.৮ শতাংশ সমর্থক খেদিরাকে স্বাগত জানিয়েছেন আর বাকি ৪৬.২ শতাংশ দিয়েছেন ‘না' ভোট৷ অর্থাৎ, খেদিরা স্বাগত নন রেয়ালে৷

মারকা পত্রিকা যদিও খেদিরাকে অনেক মার্কা দিয়েছে৷ বলেছে, অতীতেও বহুবার দেখা গেছে জার্মান খেলোয়াড়রা রেয়ালে এসে ভালো খেলে৷ উদাহরণ, গোলে বোডো লিংগার, উলি স্টাইলকে ইত্যাদি৷ খেদিরার খেলার মধ্যে যে ঝাঁজ আছে, সেকথাও বলেছে মারকা৷ মারকা আরও বলেছে, খেদিরার পর এবার আরেক জার্মান বিশ্বকাপ তারকা মেসুট ওজিলের দিকেও হাত বাড়াচ্ছে রেয়াল৷ খেদিরাকে পেয়ে যাওয়ায় সে রাস্তাও অনেকটা পরিষ্কার৷

তার মানে এবার কী রেয়াল মাদ্রিদের দিকে পা বাড়াচ্ছেন মেসুট ওজিল?

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান