1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা’র বিদেশ সফরে ‘বিরল অর্জন’!

২৮ মে ২০১১

খালেদা জিয়া’র বিদেশ সফরে অর্জন অনেক, তাই বড় উৎসব করতে চায় বিএনপি৷ কিন্তু নিন্দুকরা বলছে, এই সফরে বড় কোন বিশ্বনেতার সাক্ষাৎ পাননি বিরোধী নেত্রী৷ এদিকে, গ্যাস সংকটে নাজেহাল ঢাকাবাসী৷

https://p.dw.com/p/11PdR
Khaleda Zia, Bangladeshi former prime minister and the chairperson of major political party Bangladesh Nationalist Party (BNP), casts her ballot in Dhaka, capital of Bangladesh, on Dec. 29, 2008. *** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed this photo for Deutsche Welle. As he mentioned, ‘’this photo is taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use it.’’ ***
খালেদা জিয়া (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

বিদেশ সফর

বিএনপি নেত্রীর বিদেশ সফরের সফলতা-ব্যর্থতা নিয়ে শিরোনাম করেছে একাধিক পত্রিকা৷ দৈনিক প্রথম আলো লিখেছে, ‘হিলারি-ক্যামেরনের দেখা পাননি খালেদা, বিদেশে ‘বিরল অর্জন' দেশে বিরাট সংবর্ধনা'৷ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ১৪ দিনের সফর শেষে রবিবার দেশে ফিরবেন খালেদা জিয়া৷ এই উপলক্ষ্যে বিমান বন্দরে তাকে বিশাল সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে৷ তবে, এই সফরের সফলতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে খোদ বিএনপির মধ্যেই৷ সেদলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ‘‘যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সিনেটে খালেদাকে যে সম্মাননা দেওয়া হয়েছে, তা বিরল''৷ অন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কিংবা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি খালেদা৷ দৈনিক সমকাল এই প্রসঙ্গে লিখেছে, ‘খালেদার ব্রিটেন ও যুক্তরাষ্ট্র সফর: নেতাকর্মীরা হতাশ'৷

ঢাকা শহরে গ্যাস সংকট

দৈনিক যুগান্তর মূল শিরোনাম করেছে গ্যাস সংকট নিয়ে৷ পত্রিকাটি লিখেছে, ‘রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট'৷ ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে৷ গ্যাসের অভাবে অনেক বাসাবাড়িতে রান্নাবান্না বন্ধ রয়েছে৷ অন্যদিকে গ্যাসের চাপ না থাকায় সিএনজি স্টেশনের পাম্প বন্ধ রাখতে হচ্ছে৷ একই বিষয়ে দৈনিক ইত্তেফাক এর শিরোনাম, ‘গ্যাস সংকট তীব্র'৷ এই সংকটের কারণে অনেক এলাকায় গৃহিণীদের গভীর রাতে রান্না করতে হচ্ছে৷ কেননা, রাত এগারোটার পর কিছুটা গ্যাস সরবরাহ পাওয়া যায়৷ এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ কোটি ঘনফুট গ্যাসের সংকট রয়েছে৷ শীঘ্রই এই সংকট কাটার কোন নিশ্চয়তা নেই৷

নিরাপদ মাতৃত্ব দিবস

‘নিরাপদ মাতৃত্ব দিবস আজ', শিরোনাম দৈনিক প্রথম আলো পত্রিকার৷ ১৯৯৭ সালে বাংলাদেশ সরকার ২৮ মে তারিখে নিরাপদ মাতৃত্ব দিবস পালনের ঘোষণা দেয়৷ এবার এই দিবসের প্রতিপাদ্য করা হয়েছে ‘হাসপাতালে প্রসব করান, মা ও শিশুর জীবন বাঁচান'৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য