1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদার আন্দোলন, জয়ের চমক

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৬ সেপ্টেম্বর ২০১৩

২৫শে অক্টোবরের পর চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া৷ অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন৷

https://p.dw.com/p/19i2P
Sajeeb Ahmed Wazed, also known as Sajeeb Wazed, is an IT professional who was selected by World Economic Forum as one of the 250 Young Global Leaders of the World. He is the son of Sheikh Hasina Wazed, the current Prime Minister of Bangladesh and the grandson of Sheikh Mujibur Rahman, the first President of Bangladesh. Pressefoto; Quelle: https://www.facebook.com/photo.php?fbid=310577169078713&set=a.310577162412047.1073741825.310576809078749 ACHTUNG: NIEDRIGE BILDQUALITÄT, MÖGLICHST NICHT ALS ARTIKELBILD VERWENDEN, SONDERN NUR IM TEXT
ছবি: Sajeeb Ahmed Wazed

বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বিভাগীয় শহরগুলো সফর এবং জনসভা শুরু করেন ৮ই সেপ্টেম্বর থেকে৷ তারই অংশ হিসেবে তিনি এখন উত্তরবঙ্গ সফর করছেন৷ রবিবার রংপুরের জনসভায় তিনি চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন৷ তিনি রংপুরের জনসভায় বলেছেন, ভোট চাইতে নয়, তিনি ভোট রুখতে মাঠে নেমেছেন৷ আওয়ামী লীগকে রুখতেই হবে৷ এই সরকারের অধীনে কোন নির্বাচন হবেনা৷ নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে৷ আর সেই ব্যবস্থা যদি ফিরিয়ে আনা না হয়, তাহলে ২৫শে অক্টোবরের পর থেকে চূড়ান্ত আন্দোলন শুরু হবে বলে জানান তিনি৷ সেই আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে৷ খালেদা জিয়ার দেশব্যাপী এই সফর শেষ হবে ৫ই অক্টোবর৷

The ex prime minister and present opposition leader Begum Khaleda Zia, in Commilla on her way in a road march to Chittagong. BNP demands to retain the caretaker government system. Foto: DW- Korrespondent Harun Ur Rashid Swapan, 08.01.2012
রবিবার রংপুরের জনসভায় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেনছবি: DW

এদিকে ২৪শে অক্টোবর শেষ হচ্ছে ৯ম জাতীয় সংসদের অধিবেশন৷ তবে সংসদ বহাল থাকছে৷ আর সংসদ বহাল রেখেই ২৪শে জানুয়ারির মধ্যে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচারণা ছাড়াও নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছেন৷ আর চমক হল এই নির্বাচনে আওয়ামী লীগের জন্য ভোট চাইতে সারা দেশ সফর শুরু করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়৷ তিনি রবিবার ময়মনসিংহ সফর করেছেন৷ ময়মনসিংহ যাবার পথে টঙ্গিসহ কয়েকটি এলাকায় পথসভায় বক্তৃতা দিয়েছেন৷ তিনি ময়মনসিংহের সমাবেশে বলেছেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে দেশ অন্ধকারের দিকে যাবে৷ তিনি সরকারের উন্নয়নের নানা তথ্য জানিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট চান৷ জানা গেছে, ধারাবাহিকভাবে সারা দেশ সফর করবেন সজীব ওয়াজেদ জয়৷

খালেদার চূড়ান্ত আন্দোলন আর জয়ের নির্বাচনী প্রচারণার চমকে নতুনত্ব থাকলেও আশার কোন আলো দেখছেন না বিশ্লেষকরা৷ সুশাসনের জন্য নাগরিক বা সুজন-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, এতে দ্বন্দ্ব আর সংঘাত বাড়বে৷ দেশে এখন নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংকট চলছে৷ প্রধান দুই দল দুই মেরুতে অবস্থান করছে৷ আর তার সঙ্গে যোগ হয়েছে তাদের যুদ্ধংদেহী মনোভাব৷ এখন যে পরিস্থিতি তাতে সংকট এবং দ্বন্দ্ব আরো বাড়বে ছাড়া কমবেনা৷ তিনি আরও বলেন, অনড় অবস্থানে না থেকে দুই দলকেই ছাড় দিয়ে এখন সমঝোতায় আসা উচিত৷ নয়তো কারো ভাবষ্যতই ভাল হবেনা৷ দেশে সংঘাত শুরু হলে তা থেকে কেউই রেহাই পাবেন না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য