1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাবার পানি পরিষ্কার করবে মুঠোফোন

২৩ অক্টোবর ২০১০

শিরোনাম দেখে ঘাবড়ে যাবেন না৷ ভেবে বসবেন না, মুঠোফোন চুবিয়ে বুঝি পানি পরিষ্কার করা যাবে৷ কিংবা হাতের মোবাইলটাই পানি ছাঁকার যন্ত্রে রূপ নেবে৷ বিষয়টি সেরকম নয়৷ তবে, পরিষ্কারের উপায়তো আরো আছে৷

https://p.dw.com/p/Plki
ফাইল ফটোছবি: picture-alliance / dpa

গ্রামের গিয়েছেন কখনো? মনে পড়ে, পুকুরের ধারে কিংবা রাস্তার পাশে বসানো পানি পরিষ্কার করার যন্ত্রগুলোর কথা৷ ঐ যে বিদেশিদের পয়সায় তৈরি ‘পানির কল'৷ যেখানে টিউবওয়েল কিংবা অন্য মাধ্যম থেকে নেয়া পানি বিশেষ উপায়ে পরিষ্কার করা হয়৷

হ্যাঁ, গ্রামের অনেক মানুষ নির্ভরশীল এমন পানি বিশুদ্ধকরণ পদ্ধতির উপর৷ কিন্তু বিপত্তি অন্যত্র৷ ‘ওয়াটার ফর পিপল' নামক এক সংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা নেড ব্রেসলিন জানাচ্ছেন, বিদেশি অর্থায়ণে নির্মিত পানির পাম্পগুলোর ৩০ থেকে ৪৫ শতাংশই নষ্ট হয়ে যায় এক দশকের মধ্যে৷ কিন্তু বিদেশি সাহায্য সংস্থাগুলো তা জানতে পারেনা৷

ব্রেসলিন তাই তৈরি করেছেন বিশেষ এক মুঠোফোন অ্যাপ্লিকেশন৷ এই অ্যাপ্লিকেশনের কাজ হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর এরকম পানির পাম্প সম্পর্কে তথ্য সংগ্রহ৷ এরপর তা ছবিসহ ইন্টারনেটে তুলে দেয়া৷ ফলে সাহায্য সংস্থা এমনকি সাধারণ মানুষ জানতে পারবে, কোন গ্রামে কোন পানির পাম্প নষ্ট হয়ে গেছে৷ কিংবা কোনটির পানীয় জল আর নিরাপদ নেই৷

ব্রেসলিন কিন্তু একান্ত সখের বসে এমন অ্যাপ্লিকেশন তৈরি করেননি৷ বরং জানিয়েছেন তাঁর বেদনাদায়ক অভিজ্ঞতার কথা৷ মোজাম্বিকে মারিয়া নামক এক মহিলাকে পেয়েছিলেন তিনি, কোলে মৃত বাচ্চা৷ রাস্তার ধারের পাম্প থেকে পানি পান করে প্রাণ হারায় শিশুটি৷ কেননা, সেটি ছিল নষ্ট, ফলে পানি বিশুদ্ধ হয়নি৷

এরকম উদাহরণ নেহাত কম নয়৷ তাই, আপনিও চাইলে ব্যবহার করতে পারেন ফ্লো নামক অ্যাপ্লিকেশনটি৷ কখনো গ্রামে গেলে পরীক্ষা করে দেখুন পাম্পগুলো৷ বিপত্তি পেলে ছবি আর ছোট কিছু তথ্য দিয়ে দিন ফ্লোতে৷ এরপর গুগল ম্যাপের মতো করে তা দেখা যাবে ইন্টারনেট দুনিয়ায়৷

আপাতত ফ্লো অ্যাপ্লিকেশনটির সন্ধান মিলবে ‘ওয়াটার ফর পিপল' এর ওয়েবসাইটে৷ তবে, মাসখানেকের মধ্যেই তা গুগলের এন্ড্রয়েড মার্কেট অ্যাপ্লিকেশন স্টোরেও যোগ করা হবে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান