1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খমের রুজ নেতারদের কারাদণ্ড

৭ আগস্ট ২০১৪

মানবতাবিরোধী অপরাধের দায়ে কম্বোডিয়ার দুই শীর্ষ খমের রুজ নেতাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে সেদেশের জাতিসংঘ সমর্থিত ট্রাইব্যুনাল৷ খমের রুজ শাসনামলের শীর্ষ পর্যায়ের নেতাদের দণ্ডিত হওয়ার ঘটনা এই প্রথম৷

https://p.dw.com/p/1Cqix
Kambodscha Khmer Rouge Urteil Khieu Samphan 7. August
তৎকালীন রাষ্ট্রপ্রধান খিউ সাম্পানছবি: Reuters

‘এক নম্বর ভাই' বা ‘ব্রাদার ওয়ান' নামে পরিচিত কম্বোডিয়ার মাওবাদী সাবেক শাসক পল পটের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এ দুই খমের রুজ (বানানভেদে খেমের বা খেমার রুজ) নেতা৷ তাঁদের একজন নুয়ন চিয়া, যিনি ছিলেন পল পটের ডেপুটি৷ কম্বোডিয়ার মানুষ তাঁকে চিনত ‘দু'নম্বর ভাই' বা ‘ব্রাদার টু' নামে, যাঁর বয়স এখন ৮৮ বছর৷ অন্যজন দেশটির তৎকালীন রাষ্ট্রপ্রধান খিউ সাম্পান, যাঁর বয়স বর্তমানে ৮৩ বছর৷

খমের রুজের বিরুদ্ধে যেসব অভিযোগ

‘ব্রাদার ওয়ান', অর্থাৎ পল পটের নেতৃত্বে ১৯৭৫ সালের ১৭ই এপ্রিল সেনাবাহিনীকে হটিয়ে খমের রুজ গেরিলারা তত্কালীন কম্পুচিয়ার রাজধানী নমপেন দখল করে নেয়৷ নমপেন দখল করে পল পট সরকার মূলত কৃষি সংস্কারের নামে ভয়ংকর হত্যাযজ্ঞ চালায়৷ উল্লেখ্য, পল পট ১৯৯৮ সালে কম্বোডিয়ার জঙ্গলে লুকিয়ে থাকা অবস্থায় মারা যান৷

কম্বোডিয়ার মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে খমের রুজের বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়৷ ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খমের রুজের শাসনামলে কম্বোডিয়ায় অন্তত ১৭ লাখ মানুষকে নির্যাতন করা হয় অথবা প্রাণদণ্ড দেয়া হয় এবং বাকিরা অনাহারে মারা যান৷ এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার এক চর্তুথাংশ৷

Kambodscha Khmer Rouge Urteil 7. August
নির্যাতিত অনেকেরই স্বজন ভেঙে পড়ে কান্নায়...ছবি: picture-alliance/AP Photo

জটিল বিচার প্রক্রিয়া

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসীদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, অনেকে খমের রুজদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়াকে তার চেয়ে জটিল বলে অভিহিত করেছেন৷ এ বিচার দেখার জন্য খমার রুজ শাসকদের হাত থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে৷

খমার রুজের শাসনামলে শহরগুলো খালি করে ফেলা হয়েছিল৷ চার বছরের ভয়াবহ শাসনের সময় সম্ভাব্য শত্রু অনুমানে বুদ্ধিজীবী, সংখ্যালঘু, সাবেক কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদেরও হত্যা করা হয়৷ নুয়ন চিয়া সরকারে থাকাকালীন খমের রুজের আদর্শিক বিষয়গুলো পরিচালনা করতেন৷ আর খিউ সাম্পানকে সামনে রেখেই এসব কিছু বাস্তবায়ন করা হতো৷ প্রায় দুই বছর ধরে বিচার চলার পর তাঁদের অভিযুক্ত করে এই রায় দিল ট্রাইব্যুনাল৷ তবে দণ্ডিত দুই নেতাই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ বার বার অস্বীকার করে গেছেন৷ প্রধান বিচারপতি নিল নোন এই রায় ঘোষণা করে জানান, আসামিরা মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাজনৈতিক নিপীড়ন ও অন্যান্য বর্বর কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত হয়েছেন৷

শীর্ষ এই দুই খমের রুজ নেতার আইনজীবীরা জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে৷ তবে বিচারক জানিয়েছেন, রায়ের বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দুই নেতা আটক থাকবেন৷

NO FLASH Duch Gericht
২০১০ সালে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে দুকছবি: AP

দীর্ঘ বিচার, উচ্চ আবেগ

রায় ঘোষণার সময় যেন নমপেনের সমস্ত মানুষ জড়ো হয়েছিলেন আদালতের সামনে৷ শিক্ষার্থী থেকে শুরু করে রাজনীতিবিদ সকলেই উপস্থিত ছিলেন৷ তাঁদের অনেকেই রায় ঘোষণার পর উচ্চস্বরে কেঁদে ওঠেন বলে জানিয়েছেন ডয়চে ভেলের প্রতিনিধি অ্যাবি সাঈফ৷ তিনি নমপেন থেকে জানিয়েছেন যে, রায় ঘোষণার পর আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়৷ সাঈফ জানান, স্থানীয় এক রাজনীতিবিদ তাঁকে জানিয়েছেন যে এই রায়ে তিনি সন্তুষ্ট নন৷ কেননা খমের রুজের এই নেতারা এত অত্যাচার ও নৃশংসতা চালিয়েছে, যার জন্য যাবজ্জীবন কারাবাস নিতান্তই কম শাস্তি৷

২০১৩ সালের মার্চে সাবেক খমের রুজ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়েং সারি মারা যান৷ তাঁর স্ত্রী সাবেক সমাজমন্ত্রী ইয়েং থিরিথকে বয়সজনিত কারণে ট্রাইব্যুনাল বিচারের অযোগ্য ঘোষণা করে৷ এর আগে কুখ্যাত খমের রুজ নেতা কাইং গুয়েক ইয়াভের আপিল আবেদন প্রত্যাখ্যান করে তাঁকে আজীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল৷ কমরেড দুক নামে পরিচিত সত্তর দশকের এই মূর্তিমান আতঙ্কের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নির্যাতন, মানবতার বিরুদ্ধে অপরাধসহ বহু অভিযোগ ছিল৷ খমের রুজ শাসনামলে তুওল স্লেং কারাগারের দায়িত্বে ছিলেন দুক৷ আর শুধু সেখানেই হত্যা করা হয়েছিল ১৪ হাজার মানুষকে৷ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে দুক সব অপরাধ স্বীকার করলেও তার দায় পুরোপুরি নিতে চাননি৷ তাঁর দাবি ছিল, তিনি যা করেছেন সব ওপরের নির্দেশেই৷ অবশ্য আদালতের সঙ্গে সঙ্গে কম্বোডিয়ার জনগণ তা বিশ্বাস করেনি৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য